পুরী: উল্টোরথ যাত্রার দিন মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে ত্রিপুরাতে। রথে আগুন লেগে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত ১৬ জন। একই রকম ভয়ানক ঘটনার সাক্ষী থাকল ওড়িশাও। সেই রাজ্যেও রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। এছাড়া পুরীতে রথ টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েক জন। সব মিলিয়ে পরপর মন ভারী করা খবর আসছে দুই রাজ্য থেকেই।
জানা গিয়েছে, উল্টোরথের দিন ওড়িশার কেওনঝাড় এবং কোরাপুট জেলায় পৃথক দু’টি ঘটনা ঘটেছে। রথের চূড়া রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু হয়েছে। কেওনঝাড় জেলায় দু’জন প্রাণ হারিয়েছেন এবং কোরাপুটেতে একই রকমভাবে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে, পুরীতে জগন্নাথ দেবের রথ টানার সময় রথের দড়ি ছিঁড়ে গিয়ে আহত হয়েছেন অন্তত ৬ জন। সকলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে দুষেছে রথযাত্রা কমিটি।
প্রসঙ্গত, বুধবার ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রা বেরিয়েছিল। সেই সময়ে রথের চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়। ফলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন শিশু, তিন মহিলা-সহ মোট সাত জনের। ঘটনার সময়ের মর্মান্তিক ফুটেজ সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। দেখা যায়, রাস্তায় পড়ে আগুনে ঝলসে যাচ্ছে শিশু এবং নারীদের দেহ। আশেপাশের মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।