Aajbikel

কেরলে মর্মান্তিক নৌকাডুবি, মৃত বেড়ে ২১! দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

 | 
কেরলে নৌকাডুবি

তিরুবনন্তপুরম: কেরলে মর্মান্তিক দুর্ঘটনা। পর্যটক বোঝাই হাউসবোট ডুবে আরও বাড়ল মৃতের সংখ্যা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী কেরলে নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ রবিবার মধ্যরাত পর্যন্ত চলেছে উদ্ধারকাজ৷ 

কেরলের মালাপ্পুরম জেলার তানুরের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ সেখানেই দুর্ঘটনাটি ঘটে৷ সেই সময় একটি জলাশয়ে হাউসবোটে থাকার আনন্দ উপভোগ করছিলেন পর্যটকেরা। জানা গিয়েছে, ওই হাউসবোটে মোট ৪০ জন পর্যটক ছিলেন। হঠাৎ করেই তা উল্টে যায়। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন তাঁরা৷ 


পুলিশ জানিয়েছেন, এ দিন বিকেলে পর্যটক বোঝাই হাউসবোটটি নদী ভ্রমণে বেরিয়েছিল। হঠাৎ করেই মাঝ নদীতে ডুবে যায় সেটি। হাউসবোটটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনা কবলিত হাউসবোটটিতে ৪০ জনেরও বেশি যাত্রী তোলা হয়েছিল৷ 


এ প্রসঙ্গে কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটের নীচে অনেকে এখনও আটকে রয়েছেন বলে মনে করছে উদ্ধারকারীরা। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।


কেরলের এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে রবিবার রাতেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অর্থ সাহায্য দিতে হবে।


নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সকালের যাবতীয় সরকারি কর্মসূচি বাতিল করে দুর্ঘটনাস্থলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। 

Around The Web

Trending News

You May like