Aajbikel

৩৬ ঘণ্টায় ৫ মৃত্যু! অমরনাথ যাত্রায় বাড়ছে মৃতের সংখ্যা

 | 
অমরনাথ যাত্রা

শ্রীনগর: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কিছু দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় ওই দিন বিকেল থেকেই আবার যাত্রা শুরু হয়। এর মাঝে অন্তত প্রায় ৬ হাজার পুণ্যার্থী আটকে গিয়েছিলেন সেখানে। কিন্তু এখন সাড়ে ৭ হাজারের বেশি পুণ্যার্থী ফের অমরনাথ যাত্রায় রওনা দিয়েছেন। কিন্তু এই যাত্রা থেকে খারাপ খবরই আসছে। কারণ গত ৩৬ ঘণ্টায় ৫ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। 

স্থানীয় সূত্রে খবর, পহেলগাঁওয়ে চার পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বালতালে মৃত্যু হয়েছে আর এক পুণ্যার্থীর। মৃতদের মধ্যে এক সাধুও আছেন বলে জানা গিয়েছে। আর এঁরা সকলেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং গুজরাতের বাসিন্দা। কিন্তু প্রশাসন এটাও জানিয়েছে, মৃতদের মধ্যে একজনকে শনাক্ত করার যায়নি, বাকিদের দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এখনও পর্যন্ত ১ লক্ষ ৬২ হাজার পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন বলে প্রশাসন সূত্রে খবর। 

প্রসঙ্গত, গত ১ জুলাই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৩১ অগস্ট শেষ হবে। কিন্তু এরই মধ্যে তিনদিন এই যাত্রা বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং অমরনাথের যাত্রাপথের কোথাও কোথাও তার কারণে ধস নামার কারণে এই যাত্রা আপাতত বন্ধ করা হয়।  

Around The Web

Trending News

You May like