পুলিশের এনকাউন্টারে মৃত্যু হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডের ৪ অভিযুক্ত

হায়দরাবাদ: তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণের পর জীবন্ত জ্বালিয়ে খুনের ঘটনায় চার অভিযুক্তকে এনকাউন্টারে মারল তেলেঙ্গা পুলিশ৷ ধর্ষণের ঘটনা পুনর্নির্মাণ করাতে গিয়ে অভিযুক্তদের গুলি করে নিকেশ করে পুলিশ৷ জানা গিয়েছে, আজ ভোরে ৪৪ নম্বর জাতীয় সড়কেএকটি ফাঁকা জায়গায় অভিযুক্তদের নিয়ে যায় পুলিশ৷ গাঢ় কুয়াশার সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা৷ পালানোর চেষ্টা করতেই পুলিশ অভিযুক্তদের লক্ষ্য

8cc4ff5c01bd2c517f18a32a6647276d

পুলিশের এনকাউন্টারে মৃত্যু হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডের ৪ অভিযুক্ত

হায়দরাবাদ: তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণের পর জীবন্ত জ্বালিয়ে খুনের ঘটনায় চার অভিযুক্তকে এনকাউন্টারে মারল তেলেঙ্গা পুলিশ৷ ধর্ষণের ঘটনা পুনর্নির্মাণ করাতে গিয়ে অভিযুক্তদের গুলি করে নিকেশ করে পুলিশ৷

জানা গিয়েছে, আজ ভোরে ৪৪ নম্বর জাতীয় সড়কেএকটি ফাঁকা জায়গায় অভিযুক্তদের নিয়ে যায় পুলিশ৷ গাঢ় কুয়াশার সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা৷ পালানোর চেষ্টা করতেই পুলিশ অভিযুক্তদের লক্ষ্য করে গুলি চালান পুলিশ৷ গুলি কররে সেখানেই তাদের খতম করা হয়৷

এবিষয়ে হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, ধর্ষণে অভিযুক্ত আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেশাভুলু এনকাউন্টারে মৃত্যু হয়েছে৷ তেলঙ্গানার আইনমন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডি জানিয়েছেন, ধর্ষণে যুক্ত অভিযুক্তরা পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে৷ পরে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ৷ পুলিশের গুলিতে মৃত্যু হয় ৪ অভিযুক্তের৷

এনকাউন্টারে মৃত্যু ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লি গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা নির্ভয়ার মা৷ সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, এই ঘটনায় অন্তত একটি মেয়ে সুবিচার পেল৷ আমি এই পদক্ষেপের জন্য পুলিশকে ধন্যবাদ জানাই৷ সমর্থন জানিয়েছে মৃত তরুণী পশু চিকিৎসককের পরিবারও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *