গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু ভারতে, আশঙ্কাজনক বাংলার ১০’ম আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু ভারতে, আশঙ্কাজনক বাংলার ১০’ম আক্রান্ত

820779f45467e3ef24d287ec283f52af

 

নয়াদিল্লি: করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ স্তব্ধ নগর জীবন৷ ইতিমধ্যেই গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগেই দু'দফায় বাংলা জুড়ে লকডাউন ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিনে দিনে ক্রমশ তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস৷ এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯৪ জন৷ রবাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৷ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গোটা দেশজুড়ে একলাফে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জন৷ আক্রান্তের সংখ্যা ৬৯৪ জন৷ গোটা বিশ্ব জুড়ে ২২,১৭৫ বেশি মানুষের মৃত্যু হয়েছে৷

গতকাল পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ছিল ১৩৷ এখন তা বেড়ে দাঁড়াল ১৬ জনে৷ গুজরাট, কর্নাটক, তালুমনাড়ুতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর৷ আজই রাজস্থান ও কর্ণাটকে করোনা ভাইরাসের বলি দু’জনের মৃত্যু হয়েছে৷ গতকাল কর্ণাটকে এক ৭৫ বছরের কোভিড-১৯ আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়৷ রাজস্থানে ৭৩ বছরের এক প্রৌঢ় প্রাণ হারিয়েছেন৷ কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৫১ ও রাজস্থানে ৪০ জন৷ যদিও ভারত সরকারের দেওয়া তথ্য বলছে, দেশজুড়ে করোনা আক্রান্ত ৬৩৩ জন৷ মৃত্যু হয়েছে ১৬ জনের৷

43428716354d2375a6954caa89b7e478