নয়াদিল্লি: দেশের আকাশে কোভিড সংকট৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা অবস্থা৷ পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার জরুরি ভিত্তিতে জাইডাস-ক্যাডিলার তৈরি ‘ভিরাফিন’ ওষুধে ছাড়পত্র দিল ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)৷ এটি একটি অ্যান্টি ভাইরাল ড্রাগ৷
আরও পড়ুন- উপকৃত হবেন প্রায় ৮০ কোটি! করোনা আবহে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র
মৃদু বা মাঝারি উপসর্গ থাকলে প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রয়োজনে এই ওষুধ ব্যবহার করা যাবে৷ জাইডাস-ক্যাডিলারের তরফে জানানো হয়েছে, ভিরাফিন-এর ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, ওষুধের একটি ডোজেই কাজ হচ্ছে৷ এই ওষুধে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব৷ উল্লেখ্য, ভিরাফিনেএর বৈজ্ঞানিক নাম ‘পেগিলেটেড ইন্টারফেরন আলফা-২বি’। ১০ বছর আগে হেপাটাইসিস-সি রোগের চিকিৎসায় ভারতে চালু হয়েছিল এই ওষুধ৷ এবার কোভিড চিকিৎসার ক্ষেত্রে এটি ব্যবহারে ছাড়পত্র দেওয়া হল৷ সংস্থার দাবি, কোভিড ১৯ রোগীদের জন্য প্রয়োজনায় অক্সিজেনের চাহিদাও পূরণ করতে সক্ষম ভিরাফিন৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে যখন যুদ্ধ চালাচ্ছে গোটা দেশ, তখন এই খবরে কিছুটা হলে স্বস্তিতে সাধারণ মানুষ৷ প্রথম বারের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে ধেয়ে এসেছে কোভিডের দ্বিতীয় ঢেউ৷ গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার মানুষ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি, ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন৷ ক্রমেই গুরুতর হয়ে উঠছে পরিস্থিতি৷ বর্তমানে দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকাকেও ছাপিয়ে গিয়েছে ভারত৷ এরই মধ্যে দেশজুড়ে তৈরি হয়েছে অক্সিজেনের সংকট৷ দিল্লিতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২৫ জন মুমূর্ষ রোগীর৷ এই কঠিন পরিস্থিতির মধ্যে ‘ভিরাফিন’-এ অনুমোদন দিয়ে নিশ্চিতভাবেই বড় সিদ্ধান্ত নিল ডিসিজিআই৷
আরও পড়ুন- করোনার কামড়, ডিএ বাড়বে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
উল্লেখ্য, এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভিরের মতো কয়েকটি ওষুধকে জরুরি ছাড়পত্র দেওয়া হয়েছিল৷ তবে দ্বিতীয় ধাক্কা সামলাতে অস্ত্র করা হল ভিরাফিন-কে৷ এই ওষুধের মাধ্যমে দ্রুত চিকিৎসা সম্ভব হবে বলেও দাবি করা হচ্ছে৷