বেঙ্গালুরু: আজ অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু জারি করেছিল কর্ণাটক প্রশাসন। কিন্তু এদিন হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেলল বিএস ইয়েদদুরাপ্পা সরকার। গতকাল কর্ণাটক প্রশাসন ঘোষণা করেছিল, ২৪ ডিসেম্বর থেকে রাজ্যে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ একদিনের মধ্যেই সিদ্ধান্ত বদলে ফেলল ইয়েদুরাপ্পা প্রশাসন।
তবে হঠাৎ এই সিদ্ধান্ত বদল কেন? কর্ণাটক রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নাইট কার্ফু ঘোষণা করার পর থেকেই জনগণ এই সিদ্ধান্ত মানতে পারেননি। তারা ক্রমাগত সরকারকে জানাতে থাকে যে এখন এমন সিদ্ধান্তের কোন প্রয়োজন নেই। এই দাবির শোনার পর রাজ্য প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে। সবশেষে নাইট কার্ফু প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি আরও জানানো হয়েছে, নাইট কার্টুন আর থাকলেও সাধারণ মানুষকে করোনাভাইরাস নিয়ম বিধি মেনে চলতে হবে। ভিড় এড়াতে হবে এবং মাস্ক আর স্যানিটাইজার যথাযথভাবে ব্যবহার করতে হবে। কোনভাবেই সামাজিক এবং ব্যক্তিগত দূরত্ব বিধি লংঘন করা চলবে না এবং কোন জায়গায় গ্যাদারিং করা যাবে না। মূলত বছরের শেষ সপ্তাহে ক্রিসমাস এবং নতুন বছর বরণ উপলক্ষে সাধারণ মানুষের গ্যাদারিং হতে পারে ভেবেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক প্রশাসন। সেই কারণেই নাইট কার্ফু জারি করে ভিড় নিয়ন্ত্রণের একটা প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু অবশেষে সাধারণ মানুষের দাবি মেনে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হল তাদের।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪,৭১২ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ১,০১,২৩,৭৭৮ জন। এখনও চিকিত্সাধীন রয়েছেন ২,৮৩,৮৪৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯৬,৯৩,১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯,৭৯১ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯৫.৭৫%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৬,৭৫৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। মৃতের হার ১.৪৫ শতাংশ।