Aajbikel

দ্বিতীয় বার নিকাহ্ সেরেছেন দাউদ ইব্রাহিম, পাক সুন্দরীর সঙ্গে মালাবদলের কথা ফাঁস করল ভাগ্নে

 | 
দাউদ

নয়াদিল্লি:  দ্বিতীয় বার বিয়ের পিড়িতে অন্ধকার জগতের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম৷ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে এমনটাই বিবৃতি দিয়ে জানালেন দাউদের ভাগ্নে তথা তাঁর বোন হাসিনা পার্কারের ছেলে আলি শাহ। গত বছর সেপ্টেম্বর মাসেই করাচি শহরে দাউদ দ্বিতীয় নিকাহ সেরেছেন বলে এনআইএ সূত্রে খবর৷ দ্বিতীয় বার বিয়ে করলেও প্রথম স্ত্রী মেহজবিন শেখের সঙ্গে দাউদের বিচ্ছেদ হয়নি দাউদের। সেই সঙ্গে আলি শাহ এও জানান, তাঁর মামা পাকিস্তানেই রয়েছেন৷ 

 

 

 

আরও পড়ুন- টিকটক ভিডিয়োয় হয়েছিলেন জনপ্রিয়, বিমান ভেঙে পড়ার আগে আকাশ থেকেই শেষ পোস্ট বিমানকর্মীর

 


 

ইন্ডিয়া টুডে জানাচ্ছে, পাকিস্তানের এক সুন্দরীকে দ্বিতীয়বার বিয়ে করেছেন দাউদ৷ আলির কথায়, ২০২২ সালের জুলাই মাসে তিনি দাউজের প্রথমপক্ষের স্ত্রী মেহজবিনের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় মেহজাবিনই তাঁকে দাউদের দ্বিতীয় বার বিয়ের কথা জানিয়েছিলেন। ভারতে থাকা দাউদের বিভিন্ন আত্মীয়র সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মেহজবিনের যোগাযোগ আছে বলেও দাবি করেছেন দাউদের ভাগ্নে। তিনি এনআইএকে আরও জানান, এই মুহূর্তে  পাকিস্তানের করাচিতে রয়েছেন তাঁর মামা। 

২০১৪ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আলির মা তথা অন্ধকার জগতের অপরাধী দাউদ ইব্রাহিমের বোন হাসিনার। প্রায় সাত বছর আগে মুম্বইয়ের এক ব্যবসায়ীর মেয়ে আইশা নাগানিকে বিয়ে করেন আলি। তিনি এনআইএ-কে জানান, দাউদের দ্বিতীয় স্ত্রী পাঠান সম্প্রদায়ের৷ অনেকেই মনে করছেন প্রথম স্ত্রীর থেকে নজর ঘোরাতেই দ্বিতীয় বিয়ের উপর আলোকপাত করার চেষ্টা চলছে৷  কারণ দাউদের প্রথম স্ত্রী মেহজাবিনও রয়েছেন আতস কাঁচের নীচে৷ 


 

Around The Web

Trending News

You May like