সুখবর! GST রিটার্নের সময়সীমা আরও বাড়াল কেন্দ্র, মিলবে সুবিধা

সুখবর! GST রিটার্নের সময়সীমা আরও বাড়াল কেন্দ্র, মিলবে সুবিধা

নয়াদিল্লি: গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি রিটার্নের সময়সীমা বাড়াল কেন্দ্র৷ ২০১৮-১৯ অর্থবর্ষের জিএসটি রিটার্নের মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক৷ একইসঙ্গে শর্ট মেসেজিং সার্ভিস (এসএমএস)-এর মাধম্যে NIL রিটার্ন ফাইল করা যাবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷

লকডাউন ওঠার পর দেশের অর্থনীতির গতিপথ মসৃণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর৷ জিএসটি রিটার্নের পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে৷ জিএসটি রিটার্নের পাশাপাশি অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ই-ওয়ে বিলের মেয়াদ বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে৷ ২০ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে মেয়াদ ফুরনো ই-ওয়ে বিলের মেয়াদ বাড়িয়ে ৩১ মে করা হয়েছে৷ 

মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন ধরনের জিএসটির ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি)৷ ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য জিএসটি রিটার্নের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ সেইসঙ্গে যে সকল নথিভুক্ত আয়করদাতা ২০১৮-১৯ অর্থবর্ষে ২ কোটির বেশি উপার্জন করেছেন, তাঁদের অ্যাকাউন্ট কোনও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট দ্বারা অডিট করানোর পর GSTR 9C এবং  GSTR 9-এ সেই তথ্য দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে৷  

করোনা সংক্রমণ রুখতে গত ২৪ মার্চ থেকে সারা দেশে শুরু হয়েছে লকডাউন৷ যার জেরে বন্ধ হয়ে যায় ট্রাক চলাচলও৷ কিন্তু তৃতীয় দফার লকডাউনে পণ্যবহনকারী ট্রাক চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ কিন্তু ই-ওয়ে বিলের মেয়াদ শেষ হওয়ায় প্রচুর ট্রাক থমকে রয়েছে৷ ২০ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে যে সকল ট্রাকের ই-ওয়ে বিলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের বিলের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআইসি৷

বোর্ডের আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  কম্পানি আইন ২০১৩-য় নথিভুক্ত ব্যক্তিরা ২১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে ইলেকট্রিক ভেরিফিকেশন কোডের মাধ্যমে যাচাই করে GSTR3B রিটার্ন করতে পারবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =