গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ডহারে কমেছে: স্বাস্থ্যমন্ত্রক

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ডহারে কমেছে: স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি: করোনা নিয়ে আতঙ্কের জের গোটা দেশে। শুক্রবার সন্ধ্যায় যেখানে আক্রান্তের হার একদিনের হিসেবে লাফিয়ে বেড়েছিল, সেদিক থেকে একটু হলেও স্বস্তিতে ভারত। এমনই পরিসংখ্যান উঠে এল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবার সকালের রিপোর্টে। ১০০ জন করোনা আক্রান্তের পর থেকে এই প্রথম আক্রান্তের হার সবচেয়ে কম দেখা গেল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়সীমায়। নতুন করোনা আক্রান্তের হার ৬ শতাংশ বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এমনকী, এই মৃত্যু ও করোনা থেকে সুস্থ হওয়ার হার যা রয়েছে, তা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভাল বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক।

শনিবার সকালে পাওয়া তথ্য অনুসারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৫০৬। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৯ জন। শুক্রবার সন্ধেয় এই সংখ্যা ছিল ১,৭৫২। যা একদিনের হিসেবে এখনও পর্যন্ত সর্বাধিক। দৈনিক হিসেবে ৭.৪৮ শতাংশ ছিল আক্রান্তের হার। শনিবার সকালে সেই হার ১.৬৮ শতাংশ কমেছে। অর্থাৎ সকালের রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৫.৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ৩.১ শতাংশ এবং কোভিড ১৯ থেকে সুস্থতার হার ২০ শতাংশ বলেও সূত্রে প্রকাশ। এই তথ্য প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'তুলনামূলকভাবে অন্যান্য বহু দেশের চেয়ে ভাল অবস্থাতেই রয়েছে।'

লকডাউনের ফলেই এই ইতিবাচক প্রভাব পড়ছে বলেও মনে করছেন নেটিজেনদের একাংশ। এদিকে পিপিই কিট ও মাস্কের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, 'এই মুহূর্তে প্রতি দিন এক লক্ষেরও বেশি পিপিই কিট ও এন৯৫ মাস্ক প্রস্তুত হচ্ছে দেশে।' শেষ পাওয়া তথ্য অনুসারে, দেশে মোট কোভিড ১৯ আক্রান্তের সবচেয়ে বেশি রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এদিন আরও জানিয়েছে, 'করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে গড়ে ৯.১ দিনে।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 14 =