মৃত্যুর পরেও অমর তিনি, দ্বিতীয়বারের জন্য পুলিৎজার পেলেন দানিশ সিদ্দিকি

মৃত্যুর পরেও অমর তিনি, দ্বিতীয়বারের জন্য পুলিৎজার পেলেন দানিশ সিদ্দিকি

নয়াদিল্লি: প্রাণ গিয়েছে তালিবানদের হাতে। ২০২১ সালে পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং তালিবানদের মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ হয় সেই সংঘর্ষের ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই বেঘোরে প্রাণ হারাতে হয়েছিল সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার পুরস্কারে পুরস্কৃত সাংবাদিক তথা ফটোগ্রাফার দানিশ সিদ্দিকিকে। কিন্তু কিছু মানুষের দায়িত্ববোধ, শিল্পসত্তা মৃত্যুর পরেও হারিয়ে যায় না। মারা গিয়েও বিশ্ববাসীর চোখে তাঁরা তাঁদের কাজের মাধ্যমেই হয়ে থাকেন অমর। সোমবার সেটাই আরও একবার প্রমান করেছেন বিখ্যাত এই চিত্রসাংবাদিক। জানা যাচ্ছে সোমবার ফের পুলিৎজার পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রয়াত এই চিত্রসাংবাদিক। ২০২১ সালে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ভয়ঙ্কর এবং মর্মান্তিক কিছু ছবি তাঁর ক্যামেরার হাত ধরেই জনসমক্ষে আসে। আর সেই সমস্ত ছবির জন্যই দ্বিতীয়বারের জন্য পুলিৎজার পুরস্কার পেলেন প্রয়াত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি।

উল্লেখ্য ২০২১ সালে পাকিস্তান সীমান্তের খুব কাছে স্পিন বদলাকে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং তালিবানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সে সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গিয়েই তালিবানদের হাতে খুন হয়েছিলেন দানিশ। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর যখন চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকির দেহ উদ্ধার হয় তখন তা দেখে রীতিমতো শিউরে উঠেছিলেন পুলিশ আধিকারিকরা। তালিবানদের সত্য এভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরার প্রতিশোধ যে তারা দানিশের শরীরের উপর দিয়ে নিয়েছিল, ওই চিত্রসাংবাদিকের মৃতদেহে তার স্পষ্ট প্রমাণ ছিল। ইতিমধ্যেই দানিশের পরিবার আন্তর্জাতিক আদালতে তালিবানদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। এর মধ্যেই সামনে এল তাঁর দ্বিতীয়বার পুলিৎজার পুরস্কারে সম্মানিত হওয়ার খবর।

 ভারতীয় সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান ফটোগ্রাফার ছিলেন দানিশ সিদ্দিকি। জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে প্রথমে অর্থনীতিতে স্নাতক, পরে সেখান থেকেই গণমাধ্যম এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর হন দানিশ। তিনি তাঁর ক্যামেরার মাধ্যমে বিশ্বব্যাপী বহু কঠিন পরিস্থিতির ছবি জনসমক্ষে এনেছিলেন। এমনই একটি কাজের জন্য ২০১৮ সালে পুলিৎজার পুরস্কারে সম্মানিত হন দানিশ। সেই সময় তাঁর ক্যামেরায় ফুটে উঠেছিল রোহিঙ্গা শরণার্থীদের সংকট। এরপর ২০২০ সাল থেকেই ভারত তথা বিশ্বের উপর ঝাঁপিয়ে পড়ে করোনা মহামারী। তখনও রয়টার্সের প্রকাশিত দানিশের একের পর এক ছবি দেখে রীতিমতো কেঁপে উঠেছিল দেশ। প্রথম ঢেউয়ের পর আরও ভয়াবহ এবং প্রাণঘাতী রূপ নিয়ে যখন দেশের উপর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে তখন তাঁর তোলা ছবি দেখেই কার্যত বোঝা গিয়েছিল কতটা ভয়ঙ্কর দেশের করোনা পরিস্থিতি।

সেই সময় দানিশ সিদ্দিকি দিল্লির একটি অস্থায়ী শ্মশানের ছবি তুলেছিলেন। যেখানে দেখা যায় করোনায় মৃতের হার এতটাই বৃদ্ধি পেয়েছে যে দিল্লির ওই অস্থায়ী শ্মশানের চিতার আগুন সারাদিনের মধ্যে কখনই নিভছে না বা বলা যেতে পারে নেভার সময় পাচ্ছে না। সেই ছবি দেখে রীতিমতো শিউরে ওঠে বিশ্ব। দানিশের তোলা এই ছবি দেখে নিউইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, হু তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছিল। এবার সেই ছবির জন্যই সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজার সম্মানে ভূষিত হলেন প্রয়াত এই চিত্রসাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 19 =