নয়াদিল্লি: দেশের করোনা সংক্রমণ আপাতত অনেকটাই স্বস্তি দিচ্ছে। গতকালের তুলনায় আজ কিছুটা দৈনিক আক্রান্ত বাড়লেও সামগ্রিকভাবে তা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। কিন্তু দৈনিক মৃত্যু আজ অনেকটাই বাড়ল। তবে আজ আবারও আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে। উৎসব মরশুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪৫১ জন। মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৬৫৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৫ লক্ষ ৯৭ হাজার ৩৩৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ০২১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫৫ হাজার ৬৫৩ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৬১ জন, যা গত ২৪২ দিন সবথেকে কম। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ১০৩ কোটি ৫৩ লক্ষ ২৫ হাজার ৫৭৭ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫৫ লক্ষ ৮৯ হাজার ১২৪ ডোজ।
এদিকে আবার এখনো পর্যন্ত কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও আখেরে কিছুই হয়নি। টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আরও কিছু ব্যাপারে উত্তর চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই এবারেও অনুমোদন পেল না ভারতের কোভ্যাক্সিন। জানা গিয়েছে, এই টিকার সুবিধা এবং ঝুঁকি নিয়ে চূড়ান্ত মূল্যায়ন করতে এই টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আরও বেশ কিছু ব্যাপারে জানতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সব কিছু মূল্যায়ন করা হলেই তারা টিকাকে ছাড়পত্র দেবে।