নয়াদিল্লি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় একলাফে ৩০ শতাংশ বেড়ে গেল আক্রান্তের সংখ্যা৷ সেই সঙ্গে সাত মাস পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গন্ডি পেরিয়ে গেল৷ সুস্থতার হার ৯৭.৫ শতাংশ৷
আরও পড়ুন- লকডাউনে ১৬টি বিশ্ববিদ্যালয়ে ১৪৫টি কোর্স, ১৩০ শংসাপত্র, নয়া অধ্যায় লিখলেন সফি
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন৷ যা গতকালের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। গত বছর জুন মাসে দৈনিক এক লক্ষ আক্রান্তের গন্ডি পেরিয়েছিল দেশ। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫২,২৬,৩৮৬।
সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ২৬৫ জন৷ মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। এর পর যথাক্রমে রয়েছে দিল্লি (১৫,০৯৭), তামিলনাড়ু (৬,৯৮৩) এবং কর্ণাটক (৫,০৩১)।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দেশে ৩০২ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে সর্বাধিক ২২১ জনের মৃত্যু হয়েছে দক্ষিণী রাজ্য কেরলে। অন্যদিকে, মৃত্যুর নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ১৯ জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে৷ পাশাপাশি হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও৷ এখন দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০০৭ জন। তবে তাঁদের মধ্যে ১,১৯৯ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। দেশে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত মহারাষ্ট্রে (৮৭৬)৷