নয়াদিল্লি: তিন লক্ষের ওপর চলে গিয়েছিল দেশের সংক্রমণ। কিন্তু টানা ৫ দিন পর কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আপাতত ২ লক্ষ ৮০ হাজারের আশেপাশে রয়েছে কোভিড সংক্রমণ। চিন্তার বিষয় হল, দৈনিক সংক্রমণের হারও আগের থেকে বেড়েছে। কিন্তু দিন প্রতি মৃত্যুর সংখ্যা ভয় দেখাচ্ছে এখনও। আজও এই সংখ্যা ৬০০-র ওপরে রয়েছে।
আরও পড়ুন- ওমিক্রন ঢেউ শেষ হবে রকেট গতিতেই! রিপোর্টে পূর্বাভাস
আজকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৪ কোটি ০০ লক্ষ ৮৫ হাজার ১১৬ এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ১২৭। এদিকে, গত ২৪ ঘণ্টায় কিছুটা বেরেছে দৈনিক সংক্রমণের হার। এখন তা ১৬.১৬ শতাংশ। অন্যদিকে এই মুহূর্তে দেশে মোট টিকাকরণ হয়েছে ১৬৩ কোটি ৫৮ লক্ষ ৪৪ হাজার ৫৩৬ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৫৯ লক্ষ ৫০ হাজার ৭৩১ ডোজ। উল্লেখ্য, সংক্রমণের নিরিখে বিশ্বে আমেরিকার পরই রয়েছে ভারত। তথ্য আরও জানাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৭৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ৯৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৩.২৩ শতাংশ। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী ২২ লক্ষ ২৩ হাজার ০১৮ জন।
এদিকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রনই কোভিড-১৯-এর শেষ প্রজাতি নয়। এরপর আরও অনেক প্রজাতি আসতে পারে যারা এর থেকেও বেশি সংক্রামক। অনেকে মনে করছিলেন যে, ওমিক্রন বিরাট সংক্রামক হলেও মৃত্যু হার কম, তাই আসতে এই প্রজাতির বাড়বাড়ন্ত করোনার আতঙ্ক শেষ করতে পারবে। কিন্তু প্রথম থেকেই ‘হু’ বলেছে অন্য কথা। তারা ওমিক্রনকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে, এও জানিয়েছে যে এই প্রজাতিতে মৃত্যু পর্যন্ত হচ্ছে তাই একে হালকাভাবে নেওয়ার কিছু হয়নি।