নজরে চিন, রাশিয়া থেকে ৩৩টি মিগ ও সুখোই যুদ্ধবিমান কিনছে ভারত

নজরে চিন, রাশিয়া থেকে ৩৩টি মিগ ও সুখোই যুদ্ধবিমান কিনছে ভারত

 

নয়াদিল্লি:  লাদাখ সীমান্তে চরম উত্তেজনার আবহে চিনের রক্তচাপ বাড়িয়ে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত৷ চিনকে মোক্ষম জবাব দিতে এবার রাশিয়ার কাছ থেকে নতুন ভার্সানের ২১টি মিগ-২৯ এবং ১২টি সুখোই এসইউ-৩০ এমকেআই এয়ারক্রাফ্ট কিনতে চলেছে নয়াদিল্লি৷ এছাড়াও আপগ্রেড করা হবে বায়ুসেনার হাতে থাকা আরও ৫৯টি মিড-২৯ জেটকে৷ বৃহস্পতিবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিসিএ)৷ এই কাউন্সিলের চেয়ারম্যান হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কাউন্সিলে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। রয়েছেন তিন বাহিনীর সেনা প্রধানও৷ 

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার কাছ থেকে ২৯টি মিগ-২৯ কেনা এবং আধুনিকীকরণের জন্য খরচ হবে আনুমানিক ৭,৪১৮ কোটি টাকা৷ অন্যদিকে, যে ১২টি সুখোই ফাইটার জেট বা এসইউ-৩০ এমকেআই এয়ারক্রাফ্ট কেনা হচ্ছে, তার আধুনিকীকরণ হবে ভারতের মাটিতেই। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল এই আপগ্রেডেশনের কাজ করবে। এই প্রকল্পের জন্য ব্যয় হবে ১০,৭৩০ কোটি টাকা। 

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘বর্তমান পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষার স্বার্থে ভারতীয় বাহিনীকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন৷ সেই আহ্বানে সাড়া দিয়েই এগনো হচ্ছে৷ গত ২ জুলাই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পৌরহিত্যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে ভারতের প্রতিরক্ষাবাহিনীর জন্য প্রয়োজনীয় সমস্ত রণসরঞ্জামের জন্য আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে৷’’ 
ভারতকে আত্মনির্ভর করতে সবরকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে৷ আগামী দিনে পিনাকা অ্যামুনিশন, বিএমপি আর্মামেন্ট আপগ্রেডস, সফটওয়্যার ডিফাইনড রেডিওর মতো অত্যাধুনিক যন্ত্র তুলে দেওয়া হবে সেনা বাহিনীর হাতে। এছাড়াও নৌবাহিনী ও বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল সিস্টেম ও অস্ত্র মিসাইল৷ 

ভারতীয় বায়ুসেনার হাতে এখন যত রকমের যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা সুখোই-৩০ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডাবল ইঞ্জিন মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেটগুলির অন্যতম হল সুখোই। ২০০২ সাল থেকে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে সুখোই ফাইটার জেট। বর্তমানে রাশিয়ার সুখোই এয়ারক্রাফ্ট আধুনিকীকরণের কাজ করছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। কিছু দিন আগে শোনা গিয়েছিল রাশিয়া নাকি খুব কম সময়ের মধ্যে ভারতের হাতে সুখোই এসইউ-৩০ এবং মিগ-২৯ ফাইটার জেট তুলে দিতে প্রস্তুত৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন উত্তেজনার মাঝে রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে স্বভাবতই স্নায়ুচাপ বাড়ছে চিনের৷ খুব শীঘ্রই সুখোই ও মিগ-২৯ ভারতে পাঠাবে হবে বলে জানিয়েছে মস্কো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + six =