কলকাতা: শনিবার বিকেল থেকেই ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। আগেই পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল যে আরও একটি ঝড় আসতে পারেন যার জেরে বৃষ্টিপাত হবে। এবার জানা যাচ্ছে, রবিবার সৃষ্টি হওয়া ‘গুলাব’ ফিরে আসতে চলেছে ‘শাহিন’ নাম নিয়ে! এর ফলে দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। যাদের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট। এছাড়াও ছত্রিশগড় এবং তেলেঙ্গানায় এই ঝড়ের প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন- পিএসি-র চেয়ারম্যান পদে কি মুকুলই? সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে, নির্দেশ হাইকোর্টের
মৌসম ভবন জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই ঝড় গতিপথ পরিবর্তন করে দেশের এইসব রাজ্যগুলিতে প্রভাব ফেলতে চলেছে এবং সময় বিশেষ ঝড়, বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই ধারণা। গত রবিবার বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় গুলাব মূলত আছড়ে পড়েছিল ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। তার প্রভাবে বাংলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় ঠিক কতটা প্রভাব পড়বে তা এখনো স্পষ্ট নয়। যদিও গুলাবের প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনিতেই জল যন্ত্রণায় ভুগছে কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গ৷ এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝামাঝি অবস্থান করছে সেটি৷ যার জেরে বুধবার দিনরাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে৷ জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন- আবার ১০০ পার কলকাতার সংক্রমণ! চিন্তা বাড়াচ্ছে আরও দুই জেলা
মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা সহ উপকূলবর্তী জেলাগুলিতে৷ বুধবার সকাল থেকেও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে৷ নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা অবস্থার পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ আজ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু জায়গাতেও৷ ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও দুই বর্ধমানে৷