মুম্বই: পূর্বে উমপুনের পর এবার পশ্চিমে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’৷ আজ বুধবার দুপুরের পর ঘূর্ণিঝড়ের অভিমুখ গুজরাত ও মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে৷ প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে জারি হওয়া লাল সতর্কতায় প্রহর গুনছে বাণিজ্য নগরী৷
জানা গিয়েছে, আরব সাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে তা ধেয়ে আসছে দুই রাজ্যের উপকূলের দিকে৷ সাইক্লোন নিসর্গ আজ দুপুর থেকে মুম্বইয়ের স্থলভূমিতে আছড়ে পড়তে পারে৷ লাল সতর্কতা রয়েছে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাত উপকূলের হরিহরেশ্বর ও দমন এলাকায়৷ ঘূর্ণিঝড়ের দাপট থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১২৫ কিমি বেগে৷ বাংলায় উমপুন তাণ্ডব চালিয়ে ছিল ১৮৫ কিমি প্রতি ঘণ্টা বেগে৷
গত ১০০ বছরের মধ্যে এই প্রথম দেশের বাণিজ্য নগরীতে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে৷ করোনা মহামারীর জেরে ইতিমধ্যেই বেসামাল মহারাষ্ট্র ও গুজরাত৷ তারউপর ঘূর্ণিঝড় ধেয়ে আসার খবরে উদ্বেগ বহুগুণ বেড়ে গিয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
হাওয়া অফিসের পূর্বাভাস, নিসর্গ আছড়ে পড়ার পর মুম্বইয়ের উপকূলে সমুদ্রের ঢেউ ২ ফুট পর্যন্ত উঁচু হতে পারে৷ বাংলাদেশের নাম দেওয়া এই ঘূর্ণিঝড় বড়সড় ক্ষতি ককতে পারে ওই দুই রাজ্যে৷ মহারাষ্ট্র উপকূলে ব্যাপক ভূমিধসেরও আশঙ্কা থাকছে৷ ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে সরানো হয়েছে বাসিন্দাদের৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আছড়ে পড়বে মহারাষ্ট্রের উপকূলে৷