শক্তি বাড়িয়ে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ২ রাজ্যে তাণ্ডবের আশঙ্কা

শক্তি বাড়িয়ে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ২ রাজ্যে তাণ্ডবের আশঙ্কা

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তাণ্ডবলীলা চালিয়েছে বাংলায়৷ বিপর্যস্ত দক্ষিণবঙ্গ৷ আমপানের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারিনি বাংলা৷ এখনও উপড়ে পড়ে রয়েছে একাধিক গাছ৷ দক্ষিণের বহু গ্রামে বিচ্ছিন্ন বিদ্যুৎ-ইন্টারনেট৷ আর এই পরিস্থিতির মধ্যে আরব সাগরে চোখ রাঙাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার আরও শক্তিশালী হয়ে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা৷

আরব সাগরের বুকে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়৷ ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা আগামী কয়েক ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে৷ আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে৷ আগামীকাল নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে৷ বুধবার নাগাদ মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে৷ মনে করা হচ্ছে, মহারাষ্ট্রের উপকূল ঘেঁষে তা ক্রমশ উত্তরমুখী হয়ে উত্তর মহারাষ্ট্র-সহ দক্ষিণ গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ ঝড়ের নাম দেওয়া হয়েছে নিসর্গ৷

বুধবারের মধ্যেই তা উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে বলে মিলেছে পূর্বাভাস৷ জানান গিয়েছে, আপাতত আরব সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে৷ তা ক্রমাগত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে শুরু করেছে আবহাওয়া দফতর৷ নজর রাখছে উপকূলরক্ষী বাহিনী৷ ঘূর্ণিঝড়ের গতিবিধি লক্ষ্য করার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা শুরু হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *