ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’, ভুয়ো খবরে তোলপাড় নেট দুনিয়া

নয়াদিল্লি: ‘ফনির পর এবার ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই স্থলভাগে আঁছড়ে পরার আশঙ্কা৷ নাম দেওয়া হয়েছে মহাসেন৷ উত্তরপূর্ব ভারতে মহাসেনের ঢোকার কথা৷ মেঘালয় ও আসামে প্রথমের উপর দিয়ে বইবে এই ঝড়৷’ সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়ল এমনই ভুয়ো খবর৷ ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই নোট দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড় মহাসেন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’, ভুয়ো খবরে তোলপাড় নেট দুনিয়া

নয়াদিল্লি: ‘ফনির পর এবার ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই স্থলভাগে আঁছড়ে পরার আশঙ্কা৷ নাম দেওয়া হয়েছে মহাসেন৷ উত্তরপূর্ব ভারতে মহাসেনের ঢোকার কথা৷ মেঘালয় ও আসামে প্রথমের উপর দিয়ে বইবে এই ঝড়৷’ সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়ল এমনই ভুয়ো খবর৷ ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই নোট দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’, ভুয়ো খবরে তোলপাড় নেট দুনিয়াসোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড় মহাসেন সংক্রান্ত বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়ে৷ সেখানে উল্লেখ করা হয়, ‘মহাসেনের জেড়ে মেঘালয়, আসাম, মণিপুর, মিজরাম প্রভৃতি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে প্রবল ঝড়ের পূর্বাভাস পূর্বাভাস রয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে মহাসেন বাংলাদেশে প্রবেশ করবে৷ শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে ও সিকিমেও এর প্রভাব লক্ষ্য করা যাবে৷’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’, ভুয়ো খবরে তোলপাড় নেট দুনিয়াতবে, পরে খবর নিয়ে জানা যায়, গোটাটাই ভুয়ো৷ পরে, আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়, যে খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো৷ এমন কোনও ঘূর্ণাবর্তই তৈরি হয়৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরে উল্লেখ করা হয়, ‘প্রাকবর্ষায় এই ঘূর্ণাবর্ত বেশ শক্তিশালী হওয়ার সম্ভবনা রয়েছে৷ আর তার জেরে মেঘালয় ও আসামে বাড়বে বৃষ্টি৷ ১৮ মে পর্যন্ত এই দূর্যোগ থাকবে বলেও জানানো হয় হাওয়া অফিস৷ ইতিমধ্যেই ফনির দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে  ওড়িশা, বাংলাদেশের একাংশ৷’ ফের, মহাসেনের খবরে প্রশাসনের চিন্তা কিছুটা বাড়িয়েছে৷ তবে, এমন ধরনের কোনও পূর্বাভাস বাস্তবে দেওয়া হয়নি৷ গোটাটাই ভুয়ো৷ এমন ধরনের ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *