কলকাতা: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ক্রমেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি আঘাত হানতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে, সোমবার ভোরের মধ্যে এই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বিকেল সাড়ে ৫টা নাগাদ সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে৷ আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। এর পর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছে যাবে।
আরও পড়ুন- মধুচক্রের নেপথ্যে মুম্বইয়ে অভিনেত্রী, উদ্ধার তিন মহিলা
এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে নিম্নচাপের অবস্থান ২১০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে৷ অন্যদিকে, মায়ানমার উপকূল থেকে এই নিম্নচাপের দূরত্ব ৮৭০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটা গভীর নিম্মচাপে পরিণত হবে এবং পরবর্তী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে৷
নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকেই আন্দামানের অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস। অন্য দিকে, নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। বছররে প্রথম ঘূর্ণিঝড় অশনি-র মোকাবিলায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ এবং বিমানের মাধ্যমে মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>