দুধের খালি প্লাস্টিক ৫০ পয়সায় ফেরৎ দিতে পারবেন গ্রাহক

মহারাষ্ট্র : প্লাস্টিকের ব্যবহার দূর করতে অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার । দুধের খালি প্লাস্টিক এখন থেকে ক্রেতারা ফেরত দিতে পারবেন । বিনিময়ে প্রতি প্লাস্টিক পিছু ৫০ পয়সা করে পাবেন । মহারাষ্ট্রকে প্লাস্টিক মুক্ত করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । অর্থাৎ মহারাষ্ট্রে দুধের খালি প্লাস্টিক বাড়িতে জমিয়ে রাখার দিন শেষ হতে চলেছে । পরিবেশকে

দুধের খালি প্লাস্টিক ৫০ পয়সায় ফেরৎ দিতে পারবেন গ্রাহক

মহারাষ্ট্র : প্লাস্টিকের ব্যবহার দূর করতে অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার । দুধের খালি প্লাস্টিক এখন থেকে ক্রেতারা ফেরত দিতে পারবেন । বিনিময়ে প্রতি প্লাস্টিক পিছু ৫০ পয়সা করে পাবেন । মহারাষ্ট্রকে প্লাস্টিক মুক্ত করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । অর্থাৎ মহারাষ্ট্রে দুধের খালি প্লাস্টিক বাড়িতে জমিয়ে রাখার দিন শেষ হতে চলেছে । পরিবেশকে দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত । দুধের প্লাস্টিক পরীক্ষা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । বিক্রেতাকে প্লাস্টিক ফেরত দিলেই হবে । তাহলেই মিলবে ৫০ পয়সা । মহারাষ্ট্রে নিয়মিত প্রায় ১ কোটি দুধের প্লাস্টিক ব্যবহৃত হয় ।

কিছুদিন আগে রাজ্যের পরিবেশ মন্ত্রী রামদাস কদম বলেছিলেন, ‘‌দুধ সরবরাহকারী সংস্থাগুলিকে দায়িত্ব নিতে হবে প্লাস্টিক নিয়ে আসার ।’‌ সরকার ১৫ দিন সময় দিয়েছিল কদমকে যথাযথ পরিকল্পনা তৈরি করার । যদিও গোটা বিষয়টি বাস্তবায়িত করতে কিছুদিন সময় লাগবে । দুধ সরবরাহকারী সংস্থাগুলির গোটা বিষয়টি রূপায়িত করতে সময় লাগবে । রামদাস কদম বলেছেন, ‘দুধের খালি প্লাস্টিকের দাম ধার্য না হলে ক্রেতারা ফেরত দেবেন না । বাড়িতে জমিয়ে রাখবেন । তাই ৫০ পয়সা দাম ধার্য করা হয়েছে । দুধ সরবরাহকারী সংস্থাগুলি এটা মেনে নিয়েছে । সাধারণ মানুষও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seven =