নতুন দল ঘোষণা কি চলতি সপ্তাহে? শচীনকে নিয়ে জল্পনা তুঙ্গে

জয়পুর: বেশ কিছু সময় ধরেই রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পায়লট এবং কংগ্রেস দলের দূরত্ব বেড়েছে। সম্প্রতি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আজমের থেকে জয়পুর পর্যন্ত যাত্রা করেন শচীন কিন্তু সেই যাত্রায় তাঁর সমর্থক ছাড়া রাজস্থান কংগ্রেসের বিশিষ্টদের দেখা যায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে তাঁর দল ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। খবর ভাসতে শুরু করে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এই মুহূর্তে যে তথ্য সামনে এসেছে তাতে জানা গেল, অন্য কোনও দলে নয়, নিজের আলাদা দল তৈরি করতে চলেছেন তিনি।
সূত্রের খবর, আগামী রবিবার এই সংক্রান্ত ইস্যুতে বড় ঘোষণা করতে পারেন শচীন পাইলট। কংগ্রেসের ‘হাত’ ছাড়তে পারেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে তাঁর কী সম্পর্ক তা সকলের জানা। এই নিয়ে কংগ্রেস হাইকমান্ড দুই পক্ষকে এক জায়গায় এনে বৈঠক পর্যন্ত করেছিল। কিন্তু পাশে থেকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেও সেই কথা রাখতে পারছেন না শচীন এবং অশোক কেউই। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে, খুব জলদিই নতুন দল গঠন নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন শচীন পাইলট। তাহলে তিনি কি দ্বিতীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হতে চলেছেন? রয়েছে চরম জল্পনা।
যদিও গোটা বিষয় নিয়ে কংগ্রেস কিছু বলতে নারাজ। তাদের বরং বক্তব্য, এই সমস্ত খবরের কোনও সত্যতা নেই। শচীন পাইলট যে দল ছেড়ে কোথাও যাবেন না বা নতুন দল গঠন করবেন না তা একপ্রকার ধরেই নিয়েছে 'হাত' শিবির। কিন্তু অন্য এক সূত্র স্পষ্ট বলছে, চলতি মাসেই এই নিয়ে কিছু একটা ঘোষণা করে দিতে পারেন শচীন পাইলট। এবার তিনি কী পদক্ষেপ নেন সেটাই দেখার।