রাম মন্দিরে ভূমিপুজো ঘিরে সংঘর্ষ, জারি কারফিউ

রাম মন্দিরে ভূমিপুজো ঘিরে সংঘর্ষ, জারি কারফিউ

শোনিতপুর: মহা সমারোহে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো হয়েছে। এরপরেই উত্তপ্ত হতে শুরু করেছে অসম। অসমের শোনিতপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে খবর৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ কারফিউ জারি করেছে প্রশাসন৷

জানা গিয়েছে, থেলামারা ও ধেকিয়াজুলি পুলিশ থানার অন্তর্গত এলাকায় বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয়েছে। শোনিতপুরের ডেপুটি পুলিশ কমিশনার মানবেন্দ্র প্রতাপ সিং কারফিউ জারি করার খবর জানিয়েছে। শোনা যায়, বজরং দলের বাইক মিছিল নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। কোভিডের মধ্যে কেন এভাবে বাইক মিছিল করা হচ্ছে, এই বিষয়ে অন্য সম্প্রদায়ের মানুষ প্রশ্ন করেন। প্রথম বাগ বিতণ্ডা, পরে হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। অনেক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার জেরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রতিবাদের নাম করে বেশ কিছু লোক বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তাই কারফিউ জারি করা হয়েছে। কতদিন এই কারফিউ জারি থাকবে, সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি স্থানীয় প্রশাসন। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =