করমণ্ডল দুর্ঘটনার পিছনে সত্যিই অন্তর্ঘাত, না অন্য কারণ? ধোঁয়াশায় CRS

বালেশ্বর: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ১ সপ্তাহ অতিক্রান্ত। কিন্তু আদতে কোন কারণ এই দুর্ঘটনা ঘটল তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এলেও এই মারাত্মক দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাতের ব্যাপারটিও ফেলে দিচ্ছেন না কেউ। আর তা নিয়ে ধোঁয়াশায় খোদ কমিশনার অব রেলওয়ে সেফটি। এই জন্যই এখনও পর্যন্ত দুর্ঘটনার রিপোর্ট পেশ করতে পারা যায়নি।
রেলের তরফ এক আধিকারিক ইতিমধ্যে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নিয়ে একমত হওয়া যাচ্ছে না। সেই কারণেই আরও বিলম্ব হচ্ছে রিপোর্ট পেশ করতে। আর একমত না হওয়া সম্ভব হলে রিপোর্ট পেশ করাও যাবে না। আপাতত এই রেল দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই। তারাও এখনও পর্যন্ত পোক্ত কোনও কারণ দেখাতে পারেননি এই রেল বিপর্যয়ের। তবে অনুমান করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে একটা নিশ্চিত কিছু সামনে আসবে। তার আগে লাগাতার আলোচনা চলবে এবং কৌতূহল বজায় থাকবে। একটা কথা না বললেই নয় যে, এখানে রেলের তরফে গাফিলতির বিষয়টিও আছে। তাহলে রেল কি কিছু চাপা দেওয়ার চেষ্টায়? সেই প্রশ্নও উঠছে।
এদিকে ইতিমধ্যেই ওই লাইনে ট্রেন পরিষেবা শুরু হয়েছে। অন্যান্য ট্রেনের মতো করমণ্ডল এক্সপ্রেসও নতুন করে যাত্রা শুরু করেছে। তবে যাত্রীদের সকলেই দাবি করছেন, ওই দুর্ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড দুর্গন্ধ পাচ্ছেন তারা। রেল জানিয়েছে, যে দুর্গন্ধ আসছে তা মরদেহের নয়, বরং ডিম পচার! রেল এটাও নিশ্চিত করেছে, ওই এলাকায় আর কোনও মৃতদেহ পড়ে নেই।