কোটিপতির বউ পালালেন অটোওয়ালার সঙ্গে! বাড়ি থেকে উধাও ৪৭ লক্ষ টাকা

কোটিপতির বউ পালালেন অটোওয়ালার সঙ্গে! বাড়ি থেকে উধাও ৪৭ লক্ষ টাকা

 ইন্দোর:  কথায় বলে ‘যাঁর সাথে মজে মন, কিবা হাড়ি কিবা ডোম’৷ সত্যিই প্রেম একেবারে অন্ধ৷ তারই প্রমাণ আরও একবার মিলল মধ্যপ্রদেশের ইন্দোরে৷ বাড়ি থেকে টাকা হাতিয়ে ১৩ বছরের ছোট অটোওয়ালার সঙ্গে পালালেন কোটিপতির বউ!

আরও পড়ুন- সফরের আগেই উত্তপ্ত গোয়া, ছেঁড়া হল মমতার ফ্লেক্স-ছবি

ঘটনাটি ইন্দোরের খাজরানায়৷ জানা গিয়েছে ওই মহিলার স্বামী একজন বড় ব্যবসায়ী৷ কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর৷ ১৩ অক্টোবর অনেক রাত অবধি স্ত্রীর জন্য অপেক্ষা করেন তাঁর স্বামী৷ কিন্তু স্ত্রী বাড়ি না ফেরায় তিনি থানায় গিয়ে মিসিং ডায়েরি লেখান৷ সেই সঙ্গে তিনি জানান, তাঁর বাড়ি থেকে ৪৭ লক্ষ টাকা গায়েব৷ এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ৷ আর তদন্তে নেমেই বেরিয়ে পরে ‘কেচোঁ খুঁড়তে কেউটে’৷ পুলিশ জানায়, তাঁর স্ত্রী ইমরান নামে এক অটো চালকের সঙ্গে পালিয়ে গিয়েছে৷ 

জানা গিয়েছে, ইমরান প্রায়ই ওই মহিলাকে তাঁর বাড়িতে ছাড়তে আসত৷ কোটিপতির স্ত্রী হলেও ইমরানের অটো করেই নাকি তিনি বিভিন্ন জায়গায় যেতেন৷ সেই যাতায়াতের সূত্রেই প্রেমের সূত্রপাত৷ অভিযোগ, স্বামীর দেরাজ থেকে ৪৭ লক্ষ টাকা নিয়ে ওই অটো চালকের সঙ্গেই পালিয়েছেন তিনি৷ ওই মহিলা ও তাঁর অটোচালক প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ইতিমধ্যে ইমরানের এক বন্ধুর বাড়িতে হানা দিয়ে ৩৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ তবে ইমরান ও ওই মহিলার নাগাল এখনও পায়নি পুলিশ৷ উজ্জয়িনী, জাভরা, খান্ডয়া, রতলমেও তাঁদের খোঁজ চালানো হচ্ছে৷ পাশাপাশি মোবাইলের লোকেশন দেখে তাঁদের নাগাল পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + thirteen =