রাজপথে নির্দ্বিধায় হেঁটে চলেছে কুমির, লকডাউনের পরও রাস্তায় বন্যপ্রাণ

রাস্তায় বন্যপ্রাণীদের দেখতে পাওয়া নতুন কোনও ঘটনা নয়। মাঝেমধ্যেই এমন খবর সামনে আসে। বিশেষ করে লকডাউনের মনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন খবর আসছিল। কখনও রাস্তায় হরিণের পাল দেখা যায়, কখনও আবার রাজপথে ঘুরে বেড়ায় হাতি। কিন্তু এবারের ঘটনাটি একটু আলাদা। কারণ এখন আর লকডাউনের পরিস্থিতি নেই। কিন্তু তাো রাস্তায় দেখা গিয়েছে বন্যপ্রাণীকে। 

 

ভোপাল: রাস্তায় বন্যপ্রাণীদের দেখতে পাওয়া নতুন কোনও ঘটনা নয়। মাঝেমধ্যেই এমন খবর সামনে আসে। বিশেষ করে লকডাউনের মনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন খবর আসছিল। কখনও রাস্তায় হরিণের পাল দেখা যায়, কখনও আবার রাজপথে ঘুরে বেড়ায় হাতি। কিন্তু এবারের ঘটনাটি একটু আলাদা। কারণ এখন আর লকডাউনের পরিস্থিতি নেই। কিন্তু তাো রাস্তায় দেখা গিয়েছে বন্যপ্রাণীকে। 

সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরি এলাকায় হাইওয়েতে হেঁটে যেতে দেখা গেছে এক কুমিরকে। লকডাউন ছেড়ে এখন আনলকের পথে চলেছে দেশ। এমন পরিস্থিতিতে যানবাহন চলাচল বেড়েছে। বিশেষ করে হাইওয়েতে তো যানবাহন চলাচল স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংখ্যায় কম হলেও মাঝেমধ্যেই বড়োসড়ো গাড়ি এদিক ওদিক করছে। তার মাঝখানে একটা কুমিরকে হাইওয়ে দিয়ে হেঁটে যেতে দেখে বেশ অবাক হয়েছিলেন স্থানীয়রা। তবে ভাগ্য ভাল তখন রাস্তায় কোন যানবাহন চলছিল না।

আর ও পড়ুন: বাইজু’সের কাছে ৩০০ মিলিয়ন ডলারে নিজের স্টার্টআপ বেচলেন এই যোগা শিক্ষক

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা হাইওয়ের পাশের মাঠে তখন কাজ করছিলেন। তখনই এই দৃশ্যের সাক্ষী হন তাঁরা। তাঁরা জানান কুমিরটি ভাল মানুষের মতো রাস্তার পাশে অপেক্ষা করছিল। যেহেতু হাইওয়ে তাই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করছিল। কুমিরটি অপেক্ষা করছিল কখন রাস্তা ফাঁকা হয়। এরপর যখন রাস্তায় যানবাহন চলাচল থামে, তখন নিশ্চিন্ত মনে হেলেদুলে রাস্তা দিয়ে চলতে থাকে সে। হাইওয়েতে এমন ব্যতিক্রমী ছবি দেখে আর কুমিরের এমন গজগামিনী রূপ দেখে অনেকেই তার ভিডিও করেন। আর তারপর তা ছেড়ে দেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বানভাসী মুম্বইয়ের রাস্তা থেকে বিড়ালছানাকে উদ্ধার ব্যক্তির, ভাইরাল ভিডিও

এই ঘটনার পর স্থানীয়রা বন বিভাগের কাছে খবর পাঠায়। খবর পাওয়া মাত্রই বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে যান। ওই সরীসৃপকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান। এরপর বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে কুমিরটিকে একটি জলাশয় ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোথা থেকে কুমিরটি এল তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আলোকপাত করতে পারেনি বন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 11 =