নয়াদিল্লি: গুরুতর অসুস্থ দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ ভর্তি হলেন দিল্লির এমসে৷ আজ সকাল ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কার্ডিওলজি বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে৷ রয়েছেন পর্যবেক্ষণে৷ জেটলির চিকিৎসায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড৷ স্নায়ুরোগ বিশেষজ্ঞরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বলে এমস সূত্রে খবর৷ পরিস্থিতি তেমন জটিল না হলেও উদ্বেগ আছে যথেষ্ট৷
জানা গিয়েছে, কিডনি প্রতিস্থাপনের পর থেকে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন অরুণ জেটলি৷ ডায়াবেটিসের মারাত্মক প্রকোপও বেড়েই চলেছে৷ ফলে, প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট আশঙ্কার দোলাচল চলেছে৷ অর্থমন্ত্রী থাকাকালীন অন্তবর্তী বাজেট পেশের সময় দেশে ছিলেন না জেটলি৷ কিডনি প্রতিস্থাপনের জন্য গিয়েছিলেন বিদেশ৷ সেখান থেকে ফিরে ফের অর্থমন্ত্রকের দায়িত্বনেন৷ পরে শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন৷ এমনকী বিজেপি সরকারের দ্বিতীয় ইনিংসে মন্ত্রিত্ব নিতেও আপত্তি তোলেন৷