রথযাত্রার আবহেই বিপত্তি, বলরাম সুভদ্রার রথের চাকায় ফাটল

রথযাত্রার আবহেই বিপত্তি, বলরাম সুভদ্রার রথের চাকায় ফাটল

পুরী: রথযাত্রার আবহেই ফের পুরীর জগন্নাথ ধামে বিপত্তি। মাত্র চারদিন আগেই রথে চেপে মাসির বাড়ি গিয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। জানা যাচ্ছে, সেই রথের চাকাতেই মঙ্গলবার সকালে ফাটল দেখা দিয়েছে। এদিন সকালে ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথের চাকাতে ফাটল দেখতে পান মন্দিরের পুরোহিতরা। ফলে মুহূর্তের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রথযাত্রার সপ্তাহে উৎসবের মাঝেই এই ঘটনা একটি অশুভ ইঙ্গিত, এমনটাই মত মন্দিরের পুরোহিত থেকে পূর্ণার্থী সকলেরই।

রথযাত্রার উৎসবে এই নিয়ে পরপর দু’বার অঘটন ঘটল। প্রথমে পুরীর গুন্ডিচা মন্দিরে উনুন ধ্বংস এবং পরে আচমকাই রথের চাকায় ফাটল। এই ধরনের একের পর এক অপ্রীতিকর ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে মন্দিরের পুরোহিতদের।

এদিন এই ঘটনা প্রসঙ্গে পুরীর মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে মঙ্গলবার রথযাত্রা উৎসবের দক্ষিণা মোদা রীতি পালনের কথা। মূলত সেই কারণেই এদিন সকালে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ তিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন মন্দিরে সেবায়েতরা। সেই সময়েই দুটি রথের চাকায় ফাটল নজরে আসে। জানা যাচ্ছে ভগবান বলরামের রথ ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথ ‘দর্পদলনাতে’ এই বিপত্তি দেখা দিয়েছে। তবে সঙ্গে সঙ্গে বিষয়টি মন্দির কমিটিকে জানানো হলে একটি পর্যবেক্ষণ দল পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন। এছাড়াও সঙ্গে সঙ্গেই রথের চাকা দুটি মেরামতের কাজ শুরু হয়েছে বলে খবর।

মন্দির সূত্রে খবর ইতিমধ্যেই ওই দুই রথের ফাটল মেরামতির জন্য চাকাতে লোহার পাত বসানোর কাজ শুরু হয়েছে। ওড়িশা সরকারের জনস্বাস্থ্য বিভাগের তরফ থেকেই মেরামতির কাজ করা হচ্ছে বলে খবর। রথযাত্রার উৎসবের আগের দিনই স্বয়ং জগন্নাথের রথের চাকাতেও ফাটল দেখা দিয়েছিল এবং সারারাত কাজ করে তা ঠিক করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =