সিপিএমের ভোটের হার NOTA-র থেকেও কম, বলছে রিপোর্ট

নয়াদিল্লি: শেষ হয়েছে লোকসভা নির্বাচন৷ ফল ঘোষণার ১৪ দিন পর এবার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান তুলে ধরল নির্বাচন কমিশন৷ কমিশন জানিয়েছে, এবারের ভোটে দেশে ৩৬টি দলের প্রতিনিধি লোকসভায় নির্বাচিত হয়েছে৷ এর মধ্যে ১৫টি দলের ভোট নোটার থেকেও কম৷ ১৫টি দলের মধ্যে বেশিরভাগ দলই কয়েকটি মাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ সেই তালিকায় রয়েছে সিপিএম, সিপিআইয়ের মতো একাধিক দল৷

সিপিএমের ভোটের হার NOTA-র থেকেও কম, বলছে রিপোর্ট

নয়াদিল্লি: শেষ হয়েছে লোকসভা নির্বাচন৷ ফল ঘোষণার ১৪ দিন পর এবার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান তুলে ধরল নির্বাচন কমিশন৷ কমিশন জানিয়েছে, এবারের ভোটে দেশে ৩৬টি দলের প্রতিনিধি লোকসভায় নির্বাচিত হয়েছে৷ এর মধ্যে ১৫টি দলের ভোট নোটার থেকেও কম৷ ১৫টি দলের মধ্যে বেশিরভাগ দলই কয়েকটি মাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ সেই তালিকায় রয়েছে সিপিএম, সিপিআইয়ের মতো একাধিক দল৷ বিরোধীদের পাশাপাশি শাসকদলের কয়েকটি ছোট শরিকও রয়েছে এই তালিকায়৷

কমিশনের দেওয়া তথ্য বলছে, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি বিহারে ৬টি আসনে জয়লাভ করেছে এবারের লোকসভা নির্বাচনে৷ কিন্তু, তাদের মোট ভোট ০.৫২ শতাংশ৷ সিপিএমের দখলে গিয়েছে ০.১ শতাংশ ভোট৷ জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স দলের দখলে গিয়েছে ০.০৫ শতাংশ৷ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ০.২ শতাংশ ভোট পেয়েছে৷ শিরোমণি অকালি দল ও সিপিআই ও আপনা দল ২ করে লোকসভা কেন্দ্রে জয়ী হলেও তাদের মোট ভোট এক শতাংশের কম৷ ৭টি এমন দল আছে, যাদের সাংসদ সংখ্যা এক৷ ভোট শতাংশ এক শতাংশের থেকে অনেক নিচে৷ আরএসপির দখলে ০.১১ শতাংশ ভোট গিয়েছে৷ কেরালা কংগ্রেস পেয়েছে ০.০৭ শতাংশ ভোট৷ এমএনএফ পেয়েছে ০.০৪ শতাংশ৷ কিন্তু, এবারের লোকসভা নির্বাচনে নোটায় গোটা দেশে মোট ১.০৬ শতাংশ ভোট পড়েছে৷ গতবার তা ছিল ১.০৮ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =