CAB-এর বিরুদ্ধে আদালতে যাচ্ছে সিপিএম, বিক্ষোভ এবার সারা দেশে

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভা, সংসদের এই দুই কক্ষতে পাশ হয়ে গিয়েছে৷ নাগরিকত্ব সংশোধনী আইন হওয়া এখন সময়ের অপেক্ষা মনে করছেন বিলের সমর্থকরা৷ কিন্তু, বামপন্থীরা এই বিল পাশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে৷ বামপন্থীদের বিশ্বাস, এই মামলায় তাঁদের সঙ্গে অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলি দাঁড়াবে৷ বামপন্থীরা বুধবারই ক্যাব বা নাগরিকত্ব

CAB-এর বিরুদ্ধে আদালতে যাচ্ছে সিপিএম, বিক্ষোভ এবার সারা দেশে

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভা, সংসদের এই দুই কক্ষতে পাশ হয়ে গিয়েছে৷ নাগরিকত্ব সংশোধনী আইন হওয়া এখন সময়ের অপেক্ষা মনে করছেন বিলের সমর্থকরা৷ কিন্তু, বামপন্থীরা এই বিল পাশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে৷ বামপন্থীদের বিশ্বাস, এই মামলায় তাঁদের সঙ্গে অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলি দাঁড়াবে৷

বামপন্থীরা বুধবারই ক্যাব বা নাগরিকত্ব সংশোধনী বিল পুড়িয়েছে৷ পশ্চিমবঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘‘সিএবি পুড়ছে, পুড়বে৷ কিন্তু সেটাই যথেষ্ট নয়৷ এই সংবিধান বিরোধী বিল রাষ্ট্রপতি রাতারাতি অনুমোদন দিতে পারেন৷ আমরা এর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে যেতে প্রস্তুত৷ অবশ্যি একসঙ্গেই আমাদের জনগণের সুপ্রিম কোর্টে যেতে হবে৷ জনগণনার নাম করে এনপিআর হতে দেবেন না ৷ ট্রেনিংও নয়৷’’

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘‘জিন্না , সভারকরের স্বপ্ন সার্থক করেছে এই বিল৷ এই অসাংবিধানিক বিল ভারতের জনগণকে দ্বিখণ্ডিত করেছে৷ এই বিলের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করব৷’’

শুধু তাই নয়, সীতারাম আরও বলেন, বামপন্থী দলগুলি ডিসেম্বরের ১৯ তারিখ বিক্ষোভ কর্মসূচিতে নামছে৷ ওই দিনই গোরোখপুর জেলে রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হয়েছিল৷ সারফরোসি কি তামান্না অব হামারে দিল মে হেয় … গানটির রচয়িতা রামপ্রসাদ৷ উল্লেখ করার বিষয়, স্বাধীনতা সংগ্রামী আশফাকুল্লা খানের ফাঁসি হয়েছিল ফাইজাবাদ জেলে৷ অন্যদিকে, রোশন সিংহের ফাঁসি হয়েছিল নৈনি জেলে৷

সীতারাম এবং সূর্যকান্ত – দুজনেই সিপিএমের পলিটব্যুরোর সদস্য৷ তাঁদের বক্তব্যের মধ্যেই পরিষ্কার যে, বামদলগুলি শুধু ক্যাবের বিরুদ্ধে একত্রিত সংগ্রাম করবে না, আদালতেও লড়াই করবে৷

ক্যাবের বিরুদ্ধে মূল অভিযোগ, এটি সংবিধান বিরোধী এবং সংবিধানের মূল ধারণার পরিপন্থী৷ আর্টিকেল ১৪ অনুযায়ী আইনের চোখে সকলেই সমান৷ ভারতীয় এলাকার মধ্যে সকলেরই সমান আইনি অধিকার আছে৷ তবে, ধর্মের ভিত্তিতে কিভাবে এই নাগরিকত্ব বন্টন হবে তা নিয়ে বামপন্থীরা প্রশ্ন তুলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 19 =