সিপিএম নেতা-কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ, রক্ত ঝরল ত্রিপুরায়

সিপিএম নেতা-কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ, রক্ত ঝরল ত্রিপুরায়

আগরতলা: ভোটের আগে বিজেপি দাবি করে আসছিল যে রাজ্য বিধানসভা নির্বাচনে আশানুরূপ জয় পাবে তারা। কিন্তু নির্বাচনের দিন সকাল থেকে যেভাবে অশান্তির ছবি ধরা পড়ল তা অন্য কিছুই ব্যাখ্যা করে। ভোটদান শুরু হওয়ার পর থেকেই রাজ্যের নানা জায়গা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে শুরু করে। ছাপ্পা থেকে ভোটারদের বাধা দেওয়া, বুথ দখল থেকে বিরোধীদের মারধর, সবরকম অভিযোগে বিদ্ধ হয়েছে গেরুয়া শিবির। দিনের শেষে এও জানা গেল যে, রক্তপাতও হয়েছে ত্রিপুরায়।

আরও পড়ুন- বাগ্‌দান সেরে বন্ধুদের সঙ্গে হুল্লোড়, নাচগান! তারপরেই নিকিকে খুন করে সাহিল

বিজেপির বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। তাদের বক্তব্য, জায়গায় জায়গায় হামলার শিকার হচ্ছেন বিরোধী প্রার্থীরা। দুপুরে জানা গিয়েছিল, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের এক বুথে হামলার শিকার হয়েছেন এক সিপিআই সমর্থক। এছাড়াও ভিন্ন অনেক জায়গা থেকে একই অভিযোগ এসেছে। বাম নেতৃত্বের দাবি, রাজ্য জুড়ে একের পর এক এলাকায় সিপিএমের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। বাম প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়়িতে ভাঙচুর করা থেকে ধারাল অস্ত্র নিয়ে তাড়া করা, সবই ঘটেছে। তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন কাউকে কোনও অভিযোগ জানিয়ে লাভ হয়নি। ভোটের নামে প্রহসন চলেছেন বলে তোপ লাল ব্রিগেডের।