জাতীয় পশু করা হোক গরুকে, দেওয়া হোক মৌলিক অধিকার, মত হাইকোর্টের

জাতীয় পশু করা হোক গরুকে, দেওয়া হোক মৌলিক অধিকার, মত হাইকোর্টের

d3a6ad7acefd15e8cc84cd14622774e9

লখনউ: ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ গরু৷  তাই ভারতের জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া উচিত গরুকে। সেইসঙ্গে গো-রক্ষা হোক হিন্দুদের মৌলিক অধিকার৷ বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই চাঞ্চল্যকর রায় দিল এলাহাবাদ হাইকোর্ট।  গরুকে জাতীয় পশু করার পক্ষে মত প্রকাশের সময় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বলেন, ” মৌলিক অধিকার শুধুমাত্র গো-মাংস ভক্ষকদের  নয়। যাঁরা গো-মাতার পূজা করে তাঁদেরও বিশেষ অধিকার থাকা উচিত।” 

আরও পড়ুন- একদিনে ১ কোটি ৩৩ লক্ষ! টিকায় নয়া রেকর্ড দেশের, সংক্রমণে চিন্তা

প্রসঙ্গত, বুধবার গোহত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি চলছিল বিচারপতি শেখরকুমার যাদবের এজলাসে৷ এই মামলার শুনানির সময় বিচারপতি বলেন, ‘‘গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে ভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত।’’ শুধু তাই নয় গরুর নিরাপত্তা মৌলিক অধিকার হওয়া উচিত বলেও রায় দেন তিনি৷

বিচারপতি শেখর কুমার যাদব আরও বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত৷  তাঁর কথায়, ‘বেদ এবং মহাভারতের মতো পুরাণে গরুকে সামজের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটাই ভারতের সংস্কৃতি৷ এর জন্যেই ভারত পরিচিত।’ বিচারপতি যাদবের মতে, গরুকে মৌলিক অধিকার দেওয়ার জন্য সংসদে বিল আনা উচিত। যাঁরা গরুর ক্ষতি করছেন, তাঁদের কঠোর শাস্তির জন্যেও আইন প্রণয়ন করা উচিত৷ এখানেই শেষ নয়৷ ১২ পৃষ্ঠার রায়ে বিচারপতি আরও বলেছেন, ‘‘কোনও দেশের সংস্কৃতি এবং বিশ্বাস আঘাতপ্রাপ্ত হলে সেই দেশ দুর্বল হয়ে পড়ে।’

আরও পড়ুন- কাশ্মীরের পাকপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি প্রয়াত

সেই সঙ্গে ‘উত্তরপ্রদেশ গোহত্যা বিরোধী আইনে’ অভিযুক্ত বছর ৪৯ এর জাভেদের জামিনের আবেদনও খারিজ করে দেন বিচারপতি যাদব। তাঁর জামিন খারিজের যুক্তি হিসাবে বিচারপতি বলেন, গরুকে নিয়ে ভারতীয়দের মধ্যে একটা আবেগ রয়েছে। অভিযুক্তকে জামিন দেওয়া হলে সেই ভাবাবেগে আঁচর লাগবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *