ভূটান, মালদ্বীপের পর এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দিচ্ছে ভারতের ‘কোভিশিল্ড’

ভূটান, মালদ্বীপের পর এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দিচ্ছে ভারতের ‘কোভিশিল্ড’

c7a74bf949f1cb4cb9b245d8781eb137

নয়াদিল্লি: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে এসেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। গত শনিবার থেকে ভারতের প্রতিটি রাজ্যেই করোনা ভ্যাকসিনের বন্টন প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে। তবে শুধু দেশের অভ্যন্তরেই নয়, ভারত ভ্যাকসিন পাঠাচ্ছে বিদেশেও। বিশ্বের নানা প্রান্ত থেকে রাষ্ট্রপ্রধানরা করোনা ভ্যাকসিনের জন্য হাত পাতছেন নরেন্দ্র মোদীর কাছে। এদিন সেই টিকাপ্রার্থী দেশের তালিকায় যুক্ত হল আরো এক নাম। 

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্র ডোমিনিকা। এদিন সাগর পাড়ের সেই দেশ থেকেই ভারতের ভ্যাকসিনের জন্য আবেদন এসেছে। ডোমিনিকান রাষ্ট্রপ্রধান রুসভেল্ট স্কেরিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতের করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ভ্যাকসিন চেয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার ডোমিনিকান রাষ্ট্রপ্রধান তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, “আমরা ২০২১-এর নতুন বছরে পা দিয়েছি। করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে। ডোমিনিকার মোট ৭২১০০ জন মানুষের এখন অক্সফোর্ডের অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিনের ডোজের খুবই দরকার। তাই আমি শ্রদ্ধার সঙ্গে আপনাকে অনুরোধ করছি, ৭০০০০ অক্সফোর্ড ভ্যাকসিনের ডোজ আমাদের পাঠান।” চিঠিতে স্কেরিট আরো লিখেছেন, “ডোমিনিকা একটা ছোটো উন্নয়নশীল দ্বীপরাষ্ট্র। আমরা বড় বড় দেশের সঙ্গে পাল্লা দিতে পারব না।” সাহায্যের আবেদন নিয়েই নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন তিনি। 

উল্লেখ্য, ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা প্রস্তুত করেছে পুণের সিরাম ইনস্টিটিউট। এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে কোভিশিল্ড। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন ভারত ভ্যাকসিনের বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলির পাশে দাঁড়াবে। ভারত থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন ইতিমধ্যে কিনেছে বাংলাদেশ, ভূটান, মালদ্বীপের মতো রাষ্ট্র। অন্যান্য সংস্থার ভ্যাকসিনের চেয়ে তুলনামূলক সস্তা হওয়ার কারণেই বিশ্বের বাজারে ভারতের ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। ডোমিনিকান রাষ্ট্রপ্রধান তাঁর চিঠিতে এর আগে ভারতের সঙ্গে ডোমিনিকার প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *