গুয়াহাটি: কোভিড হাসপাতাল যেন এক মন খারাপের রাজত্ব। সারাক্ষণ একটা ভয় যেন সমস্ত আক্রান্তকে গ্রাস করে রাখে। পিপিই মোড়া চিকিৎসক বা নার্সদের দেখলে, মন আরও ভয় পেয়ে যায়। সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পরেও স্বাস্থ্যকর্মীদের মনে সারাক্ষণ আশঙ্কা সংক্রমিত হবেন না তো। এই পরিস্থিতি বেডে বসে বেহালা বাজাচ্ছেন এক বৃদ্ধ। সারা হাসপাতাল জুড়ে ছুড়িয়ে পড়ছে মুগ্ধতার অন্যন্য চোরা স্রোত। সম্প্রতি নেটপাড়ায় এই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।
অসমের কোভিড হাসপাতালের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক বৃদ্ধা বেহালা বাজাচ্ছেন। বেহালাতে ভুপেন হাজারিকার একটি গানের সুর ভেসে উঠছে।‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দেখাতে পারে না।’ করোনা আবহে সারা দেশ জুড়ে একের পর এক অমানবিক খবর উঠে আসছে। আর সেই আবহে এই গান যেন সোজা মনে গিয়ে আঘাত করছে।
Kalapahar Covid Hospital
Dr. Satyendra Kumar Chaudhary, a 70 years old patient paying a musical tribute to all the brave-hearted #CovidWarriors with the evergreen song “Manuhe Manuhor babe” composed and sung by musical legend Dr. Bhupen Hazarika.@PomiBaruah @nhm_assam pic.twitter.com/fH5Om5LLq0— Assam Covid Care Centers (@AssamCovid) July 29, 2020
Loading tweet…