করোনা কেড়েছে স্বামী, শ্বশুর-শাশুড়ির প্রাণ, শূন্য পরিবারে একলা ফিরলেন করোনা-জয়ী স্ত্রী!

করোনা কেড়েছে স্বামী, শ্বশুর-শাশুড়ির প্রাণ, শূন্য পরিবারে একলা ফিরলেন করোনা-জয়ী স্ত্রী!

 

 
ভুবনেশ্বর:  ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে৷ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তার সন্ধান এখনও অধরা৷ পরিস্থিতি দিনদিনে উদ্বেগ বাড়াচ্ছে৷ ওডিশাতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে৷ ওডিশার গঞ্জাম জেলা বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে।  এই পরিস্থিতিতে এক মর্মান্তিক খবর প্রকাশ এসেছে সেই ওডিশা থেকে৷ গঞ্জাম জেলায় একই পরিবারে করোনায় সরলের মৃত্যু হয়েছে৷ শুধু ফাঁকা বাড়িতে করোনা জয় করে ফিরে এসেছেন স্ত্রী৷ 

আরও পড়ুন- করোনা আক্রান্ত প্রথম মুখ্যমন্ত্রী, কোয়ারেন্টিন থেকে রাজ্য চালাবেন শিবরাজ

গঞ্জাম জেলায় স্বামী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে সুখের সংসার ছিল করোনা জয়ী গৃহবধূর৷ কিন্তু বাধ সাধল করোনা৷ করোনায় স্বামী, শ্বশুর ও শাশুড়ি সকলে করোনা আক্রান্ত হয়েছিলেন৷ ওই গৃহবধূও করোনা আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু, নিজে সুস্থ হয়ে ফিরে এলেও করোনায় পরিবারের বাকি সব সদস্যরা আর ফেরেননি৷ মৃত্যু হয়েছে তাঁদের৷

আরও পড়ুন- কুর্নিশ! এই যুবকের শরীরে প্রথম প্রয়োগ দেশীয় কোভ্যাকসিন, দেখা দিচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া?

ওই পরিবারের বন্ধু শিব প্রসাদ সাংবাদিকদের জানান, ৯ জুলাই জিতেন্দ্র ও তাঁর পরিবারের করোনা পরীক্ষা করা হয়৷ সকলের করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ ১৫ জুলাই হাসপাতালে মৃত্যু হয় জিতেন্দ্রের মা জানকীদেবীর৷  ১৮ জুলাই মারা যান জিতেন্দ্রর বাবা৷ এরপর ২০ জুলাই প্রয়াত হয় জিতেন্দ্রর৷ একমাত্র করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন জিতেন্দ্রর স্ত্রী৷ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু, গোটা পরিবারকে হারিয়ে কীভাবে ওই গৃহবধূ জীবন কাটাবেন? চিন্তায় আত্মীয়রা৷

আরও পড়ুন- সন্তানের শিক্ষায় গরু বেচে স্মার্টফোন কেনা কুলদীপকে সাহায্য সোনুর

ভারতে দুই দিনে করোনা আক্রান্ত হলেন প্রায় এক লক্ষ মানুয়।  ভারতে গত ২৪ ঘণ্টায়  ৪৮ হাজার ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আরও ৭৫৭ জনের দেশে করোনায় মৃত্যু হয়েছে।   যার ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৭১ টি। সুস্থ মানুষের সংখ্যা ৮ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৫৮ জনের। ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। ভারতে করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে ছয় নম্বরে রয়েছে।  আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালির পর ভারত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *