শিলং: এবার প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল মেঘালয়ে। কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন শিলংয়ের বেথানি হাসপাতালের এক চিকিৎসক। সূত্রের খবর, সম্প্রতি বিদেশে কোনও সফর করেননি এই ডাক্তার। অনুমান করা হচ্ছে কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে আসার ফলেই এই ডাক্তার নিজে করোনা আক্রান্ত হয়েছেন।
মেঘালয়ে জারি হয়েছে দু’দিনের কার্ফু। পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মেঘালয়কে। এছাড়া খোঁজ চলছে সেই ব্যক্তির যাঁর থেকে এই চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে অনুমান করা হয়েছে। রাজ্যের সবাইকে সংক্রমণ রোখার জন্য মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন ওই সাইলেন্ট ক্যারিয়ারকে খুঁজে বের করা প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ। কারণ এই ব্যক্তির খোঁজ পাওয়া না গেলে হয়তো সকলের অজান্তেই মেঘালয়ে আরও অনেকে করোনায় আক্রান্ত হতে পারেন।
রাজ্যের মুখ্যসচিব এক বিবৃতিতে জানিয়েছেন, ২২ মার্চের পর থেকে যাঁরা ওই হাসপাতালে গিয়েছিলেন এবং যাঁরা ওই চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন ১০৮ নম্বরে ফোন করেন৷ কিংবা সরকারি ওয়েডসাইডের মাধ্যমে যোগাযোগ করেন৷ এতজন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় বিষয়টি উদ্বেগের বলে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরাড সংমা জানিয়েছেন৷
গোটা হাসপাতালের নার্স, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানানো হয়েছে৷ মেঘালয়ে করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর উত্তর-পূর্ব ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৷ এখনও পর্যন্ত সিকিমে কোনও করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি৷ তবে সিকিম দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷