কবে মিলবে করোনা থেকে মুক্তি? কেন্দ্রের গবেষণায় মিলছে সুখবর

কবে মিলবে করোনা থেকে মুক্তি? কেন্দ্রের গবেষণায় মিলছে সুখবর

e6611438c03119b73d0422f8d1daa2b6

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ আনলক ওয়ান পর্বে আজ থেকেই খুলে গিয়েছে সরকারি-বেসরকারি অফিস৷ কিন্তু, জনজীবন স্বাভাবিক হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ ভারত যখন করোনা আক্রান্তের পরিসংখ্যানের নিরিখে বিশ্বের ষষ্ঠ স্থানে উঠে এসেছে, ঠিক তখন আশার বাণী শোনালো কেন্দ্রের একটি গবেষণা৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি গাণিতিক সমীক্ষা প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে কমতে পারে করোনার প্রভাব৷ কমবে সংক্রমণের হার৷কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দুই আধিকারিকের সমীক্ষায় দাবি করা হয়েছে, আক্রান্তের সংখ্যার সঙ্গে যখন  সুস্থ হওয়া রোগীদের সংখ্যার কাছাকাছি চলে আসে কিংবা সমান হয়, তখন বুঝতে হবে করোনা ভাইরাসের প্রকোপ কমছে৷ দেশে বর্তমান করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হার ইতিবাচক৷

এখনও পর্যন্ত ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন৷ আক্রান্ত ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন আক্রান্ত৷ আর এই পরিসংখ্যানকে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দুই আধিকারিকের গবেষণা বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে কমতে পারে করোনার প্রভাব৷ ইতিমধ্যেই এপিডেমিওলজি ইন্টারন্যাশনাল অনলাইন জার্নালে কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের সমীক্ষা প্রকাশ করা হয়েছে৷এই সমীক্ষাটি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দুই আধিকারিক অনিল কুমার ও রুপালি রায়৷

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই গাণিতিক পরিসংখ্যান আদৌ দেশবাসীকে স্বস্তি দেবে কি না তা এখন সময়ের গর্ভে৷ কেনান, যে হারে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে, সামাজিক দূরত্ববিধি উড়িয়ে পথে-ঘাটে ভিড় বাড়ছে, তাতে পরিস্থিতি এখন কোন দিকে গড়ায়, তা নিয়ে চিন্তিত পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননাস করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র৷ মহারাষ্ট্র আক্রান্ত প্রায় ৮৬ হাজার৷ চিনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৮৩ হাজার৷  আক্রান্তের সংখ্যা নিরিখে ইতালিকে টপকে বিশ্ব তালিকার ৬ নম্বরে চলে এসেছে ভারত৷ একদিনে মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত৷ আমেরিকা ও ব্রাজিলের পর অবস্থান করছে ভারত৷ একদিনে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত ৭ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের৷ একদিনে রেকর্ড সংক্রমণ৷ নতুন করে করা হয়েছে ৯ হাজার ৯৮৩ জন৷ এখনও পর্যন্ত যা সর্বোচ্চ৷ এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দু’লক্ষ ৫৬ হাজার ৬১১ জন৷ যদিও আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার৷ এখনও পর্যন্ত দেশে করোনা জয়ী হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *