করোনার খেল এবার খতম! ক্ষমতা হারিয়ে মামুলি ভাইরাসে পরিণত হবে: রিপোর্ট

করোনার খেল এবার খতম! ক্ষমতা হারিয়ে মামুলি ভাইরাসে পরিণত হবে: রিপোর্ট

c600a587637bcfbe30126b74f74dc9d8

দুবাই: করোনাকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে৷ সাধারণ জনতাকে একথা শিখিয়ে খোদ রাষ্ট্র৷ তবে, তাতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ মারণ করোনার খেল ধীরে ধীরে খরত হওয়ার পথে৷ করোনা আর সর্বগ্রাসী থাকবে না৷ বরং সময়ের সঙ্গে সঙ্গে করোনা হয়ে উঠবে মরশুমি ভাইরাস৷ তবে, আপাতত যতদিন করোনার শক্তি থাকবে, ততদিন একটু সাবধানে চলতে হবে৷ নয়া নয়া সমীক্ষা রিপোর্ট৷

করোনা নিয়ে গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স জার্নালে৷ সেখানে গবেষকরা জানিয়েছেন, সব ঋতুতেই করোনা ভেল্কি দেখাবে৷ তবে, সময়ের সঙ্গে সঙ্গে শক্তি কমবে৷ মানুষের মধ্যেও করোনাকে হারানোর শক্তি তৈরি হয়ে যাবে৷ এই করোনা নিয়ে আশা ও আশঙ্কা, দুই বার্তা দিয়েছেবেইরুটের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷

গবেষক দলের অন্যতম সদস্য হাসান জারেকেত সাফ জানিয়ে দিয়েছেন, যখন অধিকাংশ মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি গড়ে উঠবে তখন করোনার সংক্রমণ কমে যাবে৷ অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখালেন কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ তাঁরা ক্ষুদ্রতম জৈব অণু পৃথক করতে সমর্থ হয়েছেন বলে জানা গিয়েছে৷ জৈব অণু পৃথক করা গেলে  ভাইরাসকে নখদন্তহীন করে ফেলে সম্ভব বলে দাবি  গবেষকদের৷ এদিকে, করোনার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বহু দেশ৷ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে দৈনিক সংক্রমণে বিশ্ব-শীর্ষে থাকা ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *