ধোপারাও ‘কোভিড যোদ্ধা’ সম্মান চান!

ধোপারাও ‘কোভিড যোদ্ধা’ সম্মান চান!

মুম্বই: এবার ধোপারাও ‘কোভিড যোদ্ধা’ সম্মান পাওয়ার দাবি তুললেন৷ হাসপাতালের কর্মীদের মতো তাঁরাও করোনা রোগীদের জামা-কাপড় ধুতে হচ্ছে৷ তাহলে তাঁরা কেন কোভিড যোদ্ধা সম্মান থেকে বঞ্চিত হবেন? তাঁরাও ‘কোভিড যোদ্ধা’ সম্মান চান৷

বাড়ি বাড়ি গিয়ে নোংরা জামা-কাপড় নিয়ে এসে তা পরিষ্কার করে ফেরত দেওয়াই ধোপাদের কাজ ৷ পেটের টানে করোনা পরিস্থিতির মধ্যেও পরিষেবা দিয়ে যাচ্ছেন তাঁরা৷ তাঁরা করোনা রোগীর কাপড় কাচছেন তা জানা থাকলে, বাড়তি সতর্কতা অবলম্বন করছেন৷ কিন্তু সবসময় সেটা করা সম্ভব নয়৷ কারণ রোগী যদি নিজেও করোনা আক্রান্ত হওয়া সম্ভন্ধে অবগত না থাকেন, তা হলে ধোপারা জানবেন কোথা থেকে৷ বিশেষ উপসর্গহীন করোনা আক্রান্তদের ক্ষেত্রেই বেশি সমস্যা হচ্ছে৷ ধোবি কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট্রের চেয়ারম্যান সন্তোষ কানোজিয়ার বলেন, হাসপাতালের কর্মীদের মতো ধোপারাও করোনা রোগীদের জামা-কাপড় ধুচ্ছেন৷ তাহলে তাঁরা কেন কোভিড যোদ্ধা সম্মান থেকে বঞ্চিত হবেন?

সরকারি হিসেব বলছে, মহারাষ্ট্র সরকারের তরফে এখনও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের ৬৫ লক্ষ ৭১ হাজার ৬৯৩ জন ব্যক্তি ‘কোভিড যোদ্ধা’ সম্মান পেয়েছেন ৷ চিকিৎসক, নার্স, হাসপাতাল পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়াও, পঞ্চায়েত সেক্রেটারি, অঙ্গনওয়াড়ি কর্মী, হোমগার্ড, পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবক, দমকল কর্মীরাও কোভিড যোদ্ধাদের তালিকায় স্থান পেয়েছেন ৷ এই প্রসঙ্গেই ধোবি কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট্রের চেয়ারম্যান সন্তোষ কানোজিয়া বলেন, ‘আমাদের ধোপারা সবার কাপড়ই কাচছেন৷ এসব ব্যাপারে তাঁদের কোনও বিধিনিষেধ নেই৷ মুম্বইয়ে কারা করোনায় সংক্রমিত, তা ধোপাদের পক্ষে জানা সম্ভব নয়৷ তাই আমার মনে হয়, চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদের মতোই করোনা যুদ্ধে আমাদেরও প্রথম সারিতে রেখে কোভিড যোদ্ধা সম্মান দেওয়া উচিত৷’

মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া প্রসঙ্গে সন্তোষবাবু জানান, লকডাউনে আটকে না গেলে ধোবিঘাটের ধোপারা তৃতীয় ইনিংস চলাকালীনও কাজ চালিয়ে যাবেন৷ ফলে নিজেদের কাজ করে যাওয়ার জন্য ধোপাদেরও কোভিড যোদ্ধা হিসেবে গণ্য করা উচিত৷ ট্রাস্টের তরফে যতটা সম্ভব ধোপাদের পাশে থাকার চেষ্টা চলছে৷ করোনা পরিস্থিতিতে তাঁরা ধোপাদের খাবার, ওষুধপত্র-সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন৷ এখন সরকারের কাছে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়ানোর দাবি জানিয়েছেন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =