মেঘালয়: করোনায় যখন শুধুই আক্রান্ত আর মৃত্যুর খবর, তখন মেঘালয়ের একটি ভ্রমণ সংস্থা দিল সুখবর৷ অতি অল্প খরচে নিশ্চিন্ত ও নিরাপদ মেঘালয় ভ্রমণ৷ থাকবে নতুন নতুন জায়গা, সঙ্গে খাওয়াদাওয়া ও অফুরন্ত আনন্দের সুযোগ। এই সুযোগের লাভ পেতে পারেন আট থেকে আশি সকলেই৷ তবে তার জন্য শরীরে থাকতে হবে কোভিড ভ্যাকসিনের ডোজ। সত্তরোর্ধ বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য থাকছে বিশেষ অফার। শর্ত অনুযায়ী তাঁরা একজন করে পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে যেতে পারবেন৷ সম্পূর্ণ মেডিক্যাল চেক-আপ ও ফিটনেসের শংসাপত্রই এই ভ্রমণ প্যাকেজে প্রবেশ করার ছাড়পত্র৷
সম্প্রতি মেঘালয়ের মেঘ নামে একটি ভ্রমণ সংস্থা এই অভিনব ভ্রমণ প্যাকেজটি ঘোষণা করেছে। ছ’ রাত ও পাঁচ দিনের এই ট্যুর প্যাকেজে থাকবে মেঘালয়ের নানা জায়গায় ভ্রমণের সুযোগ। এই প্যাকেজটির সুযোগ পাওয়া যাবে মূলত জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস৷ মেঘালয়ের নির্মল সবুজ বনানীর সৌন্দর্য পর্যটকদের সামনে তুলে ধরাই উদ্দেশ্য ওই ভ্রমণ সংস্থার। এই প্যাকেজের নাম ‘ভ্যাক্স ট্রিপ’। এই প্যাকেজের মাথাপিছু খরচ ১৯,৪৯৫ টাকা। এর মধ্যে থাকবে বিমানযাত্রার ভাড়াও। প্রথম দিন যাত্রীরা তাঁদের নির্দিষ্ট জায়গা থেকে পৌঁছে যাবেন গুয়াহাটি বিমানবন্দরে। সেখান থেকে সংস্থার ট্যুর ম্যানেজার তাঁদের নিয়ে পাড়ি দেবেন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যাত্রাপথে থাকবে উত্তর-পূর্বের মন মাতানো সৌন্দর্য। ছবির মতো সুন্দর উমিয়াম লেক ও অবিস্মরণীয় ম্যাকডক ডাইমপেপ ভিউ পয়েন্ট দেখে, সে দিন রাতে পর্যটকরা ফিরে যাবেন চেরাপুঞ্জিতেই। রাতে খাওয়াদাওয়া ও থাকা চেরাপুঞ্জির একটি জায়গায়।
মূল আকর্ষণ ট্যুরের দ্বিতীয় দিন। ঘন বর্ষার মধ্যে থাকবে মেঘালয়ের একের পর এক জলপ্রপাতের সৌন্দর্য উপভোগের সুযোগ। প্রথমে নোহকালিকা জলপ্রপাতের রহস্যময় গুহা, পরে সেভেন সিস্টার জলপ্রপাত হয়ে, ডাইনথেলেন জলপ্রপাতের কাছে পৌঁছে যাবেন পর্যটকরা। তার পরেই থাকবে মোহময়ী আরওয়া লুমশ্যানা গুহার হাতছানি। পথে স্থানীয় দোকানগুলো থেকে মেঘালয়ের খাঁটি মধু ও নানাবিধ মশলা সংগ্রহ করতে পারবেন পর্টকরা। ট্রিপের বাকি দিনগুলিতে থাকবে মলিং গ্রাম, লিভিং রুট ব্রিজ ও মওফালাং-এর অরণ্যে ভ্রমণের সুযোগ। এই ভ্রমণ শেষ হবে গুয়াহাটিতে এসে৷ সেখানে কামাখ্যা মন্দির দর্শন ও পুজো দিতে পারবেন পর্যটকরা৷