দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার

নয়াদিল্লি: দেশে ফিরছে করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের ভয়াবহ স্মৃতি। গত দুমাস করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর গত সপ্তাহ থেকেই মুম্বই, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, দিল্লির মতো একাধিক রাজ্যে ফের লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। ফলে দু-তিন দিনের মধ্যেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে চার হাজারের গন্ডিতে প্রবেশ করল। সোম সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট জানান দিচ্ছে, দেশে গত এক দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১৮ জন। আগের দিনের থেকে এক ধাক্কায় প্রায় তিনশো বেড়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্র এবং কেরলেই করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৪৯৪ ও ১৫৪৪। এছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানার মতো একাধিক রাজ্যেও লাগামছাড়া হারে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণের হার।

তবে সোমবার করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজারে পৌঁছালেও করোনার দৈনিক মৃত্যু কিন্তু আগের দিনের থেকে বেশ কিছুটা কমেছে। কেন্দ্রের রিপোর্ট বলছে গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃত এই নয়জনের মধ্যে চারজন কেরলের বাসিন্দা, দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বাংলা মহারাষ্ট্র এবং কর্নাটকে একজন করে করোনার বলি হয়েছেন। অন্যদিকে করোনামুক্ত হয় সুস্থ হয়ে উঠেছেন ২৭৭৯।

এর সঙ্গে জানা যাচ্ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাবৃদ্ধির সাথে সাথে বাড়ছে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা এবং পজিটিভিটি রেট। রবিবার সকালে জানা গিয়েছিল দেশে প্রায় ৩৪ দিন পর করোনার পজিটিভিটি রেট বেড়ে এক শতাংশের বেশি হয়েছে। করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রের হিসাব অনুযায়ী, দেশে এই মুহূর্তে কর্নার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭৮২। যার মধ্যে গত একদিনে বেড়েছে ১৭৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *