করোনা-জয়ের পথে ভারত, সক্রিয় রোগীর তুলনায় বাড়ছে সুস্থতার হার

করোনা-জয়ের পথে ভারত, সক্রিয় রোগীর তুলনায় বাড়ছে সুস্থতার হার

নয়াদিল্লি: বেলাগাম ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিন কপ্রায় ১০ হাজার করে করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ৯,৯৮৫ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। এত আক্রান্তের মধ্যেও আশার আলো দেখাচ্ছে একটি পরিসংখ্যান৷  প্রথমবার ভারতে করোনায় অ্যাকটিভ কেসের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি৷

ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ জন। ভারতে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। আশার কথা, ভারতে করোনা আক্রান্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন৷ ভারতে করোনায় অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থ হওয়ার হার অনেকটা বেশি৷ আনলক- ওয়ানের পর থেকে ভারতে করোনা আক্রান্তের হার অনেকটা বেড়ে গিয়েছে৷ দিনে প্রায় ১০ হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন৷ এই নিয়ে দেশবাসীর মধ্যে আতঙ্ক কম নেই৷ তবে দীর্ঘ  লকডাউনের জেরে ভারতের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে৷ এই পরিস্থিতি মানুষকে পেটের ভাত জোগাড় করতে বাড়ির বাইরে পা রাখতেই হচ্ছে৷ করোনায় জীবনের ঝুঁকি নিয়ে চাকরি বাঁচাতে মরিয়া মধ্যবিত্ত জনতা৷ তাই সংক্রমণের পরেও কখনও নিজেদের গাড়িতে কখনও আবার বাসে চাপতে হচ্ছে তাঁদের৷ করোনা আবহে এখন মানুষেক ভরসা বলতে সুস্থ হওয়ার হার৷

দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি৷ হিসেব বলছে মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন আক্রান্তের মধ্যে ৪২ হাজার ৬৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন৷ মঙ্গলবারে মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২৫৯ জন। দেশজুড়ে ২৪ ঘণ্টায় মোট ৯৯৮৭ জন আক্রান্ত হওয়ার ৪ ভাগের ১ ভাগ এ রাজ্যেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − four =