নয়াদিল্লি: করোনা আবহে চিকিৎসার জন্য দেশবাসীর পাশে দাঁড়াতে নয়া পদক্ষেপ গ্রহণ করল দেশের অন্যতম শীর্ষ ব্যাংক এসবিআই৷ গ্রাহকদের নিজের বা পরিবারের কারও করোনা চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোভিড পার্সোনাল লোন দেওয়া হবে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ এই ব্যক্তিগত ঋণ প্রকল্পের নাম ‘কবচ পার্সোনাল লোন’।
ব্যাংকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, গ্রাহকদের মধ্যে থেকে যাঁর নামে এই ঋণ নেওয়া হবে, তিনিই শুধু নন, তাঁর গোটা পরিবারও এর সুবিধা নিতে পারবে৷ অর্থাৎ কেউ চাইলে নিজের অথবা পরিবারের কারও করোনা হলে, সেই চিকিৎসার জন্য এই ব্যক্তিগত ঋণ নিতে পারবে৷ এ ক্ষেত্রে আবেদনকারী সর্বনিম্ন ২৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই কোভিড পার্সোনাল লোন নিলে বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ পাঁচ বছরের সময়সীমা দেওয়া হয়েছে সুদ-সহ ঋণ পরিশোধ করতে। শুধু তাই নয়, এক্ষেত্রে আশার কথা হল, এই ঋণ পেতে আবেদনকারীকে কোনও জিনিস বন্ধকও রাখতে হবে না। শুধু নতুন করে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নয়, এই ঘোষণার আগে করোনা আক্রান্ত হয়েছেন যেসব ব্যক্তি, তাঁরাও চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে এই ঋণ প্রকল্পের মাধ্যমে ঋণ পেতে পারবেন৷
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বেতনভুক এবং বেতন নেই, এমন সব ব্যক্তিরাই এই ঋণ নিতে আবেদন করতে পারবেন। এমনকি যাঁরা পেনশনভোগী ব্যক্তি, তাঁরাও এই ঋণের জন্য আবেদন করতে পারবেন৷ এই প্রসঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ খাঁড়া জানিয়েছেন, ‘এই ঋণ প্রকল্পের মাধ্যমে অনেক মানুষের করোনা চিকিৎসায় বিশেষ উপকার হবে বলেই আশা করছি। এই ঋণ নিয়ে সাধারণ গ্রাহকরা করোনাকালে নিজের ও তাঁর পরিবারের চিকিৎসা করাতে পারবেন।’