আবারও অক্সিজেনের অভাবে মৃত্যু করোনা রোগীদের! প্রাণ গেল ২০ জনের

আবারও অক্সিজেনের অভাবে মৃত্যু করোনা রোগীদের! প্রাণ গেল ২০ জনের

নয়াদিল্লি: কিছুদিন আগেই রাজধানীতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল ২৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর। এবার সেই দিল্লিতেই আবার অক্সিজেন না পেয়ে মারা যেতে হল ২০ জন করোনা রোগীকে। ঘটনাটি দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালের। এই মর্মান্তিক খবরের পাশাপাশি আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২১০ জন অথচ অক্সিজেন রয়েছে মাত্র ৪৫ মিনিটের।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে কুড়িজন কোভিড আক্রান্ত রোগী মারা গিয়েছেন তারা প্রত্যেকেই ক্রিটিকাল অবস্থায় ছিলেন। অক্সিজেন একেবারে শেষ না হয়ে গেলেও প্রেসার একেবারে ছিল না। আই কার্যত অসহায় অবস্থায় মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয়েছে তাদের। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অক্সিজেনের প্রসঙ্গে একাধিক অভিযোগ জানান। তিনি কার্যত দিল্লির করুণ অবস্থার স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের আর্জি করেন। এই পরিস্থিতি কবে কাটবে তা সত্যিই এখন বলা যাচ্ছে না।

কিছুদিন আগে, দিল্লি গঙ্গারাম হাসপাতাল একদিনের মধ্যে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল ২৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর। তখন দাবি করা হয়েছিল, অক্সিজেন সময় মতো জোগাড় করা সম্ভব না হলে ৬০ জন রোগীর মৃত্যু হবে। কয়েক দিন যেতে না যেতেই ফের একবার দিল্লির অন্য এক হাসপাতালে অক্সিজেন না পেয়ে মৃত্যু হল করোনাভাইরাস আক্রান্ত রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =