নয়াদিল্লি: করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা উস্কে দেশে ফের লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় গতকাল অর্থাৎ সোমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজারের গণ্ডি পার করেছিল। ফলে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কার্যত রাতের ঘুম উড়েছে বিশেষজ্ঞ মহলের। তবে করোনার এই বাড়বাড়ন্তের মধ্যেই মঙ্গলবার কেন্দ্রের রিপোর্ট সাময়িক স্বস্তি দিল। জানা যাচ্ছে গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩৭১৪ জন। অর্থাৎ এক ধাক্কায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে হাজারেরও বেশি। কিন্তু তারপরেও মহারাষ্ট্র এবং কেরলে দৈনিক আক্রান্ত এখনো হাজারের উপরে রয়েছে বলেই জানা যাচ্ছে। মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দক্ষিণের রাজ্য কেরলে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩৮৩ এবং মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ১০৩৬। প্রসঙ্গত এই দুই রাজ্যই এই মুহূর্তে চিকিৎসকদের মাথা ব্যথার কারণ। এরমধ্যে আবার মহারাষ্ট্রে মাত্র পাঁচ দিনের মধ্যে সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে খবর।
তবে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা লাগামছাড়া হারে বাড়লেও আপাতত করোনার দৈনিক মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল অর্থাৎ সোমবারের থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেওছে। জানা যাচ্ছে গত একদিন এদেশে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৭ জনের। মৃত এই ৭ জনের মধ্যে ৬ জন কেরলের বাসিন্দা এবং একজন পাঞ্জাবের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
অন্যদিকে দেশের করোনার দৈনিক সংক্রমণ লাগামছাড়া হারে বাড়তে শুরু করায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যাও। কেন্দ্রের হিসেব বলছে এই মুহূর্তে দেশে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট ২৬,৯৭৬। যার মধ্যে গত একদিনে বেড়েছে ১১৯৪। পাশাপাশি দেশে গত একদিনে করোনামুক্ত হয় সুস্থ হয়ে উঠেছেন ২৫৫১৩ জন। আগের দিনের থেকে কিছুটা কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা।