আরও মহার্ঘ কোভ্যাকসিন, নতুন দাম বেঁধে দিল ভারত বায়োটেক

আরও মহার্ঘ কোভ্যাকসিন, নতুন দাম বেঁধে দিল ভারত বায়োটেক

4f1b6bdf02300233ed983dffb4332e20

নয়াদিল্লি: করোনা মহামারীর জেরে জেরবার জনজীবন৷ দীর্ঘ লকডাউনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি সাধারণ মধ্যবিত্ত জনতা৷ তার ওপর শুরু হয়েছে কারোনার দ্বিতীয় মহাপ্রলয়৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারন জনতা তাকিয়ে আছেন টিকার দিকে৷ টিকা নিয়ে ভোটের বাজারে জলছে ফ্রি-প্রতিশ্রুতি৷ কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনের বর্ধিত দাম ঘোষণ করে দিল ভারত বায়োটেক৷ কোভিশিল্ডেরের থেকেও আরও দামি কোভ্যাকসিন৷

এর আগে কোভিশিল্ডের দাম বেঁধে দেওয়া হল৷ এবার কোভিশিল্ডেরের থেকেও মহার্ঘ কোভ্যাকসিন৷ এখন থেকে সরকারি হাসপাতালে কোভ্যাকসিন পাওয়া যাবে ৬০০ টাকায়৷ বেসরকারি হাসপাতাল থেকে কোভ্যাকসিন কিনতে গেলে লাগবে ১২০০ টাকায়৷ নতুন ধার্য করে বিজ্ঞপ্তি জারি করেছে ভারত বায়োটেক৷

70bf00c32c000767cd5123a02c25f751

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি ও কোভিশিল্ডেরের একটা ডোজের দাম পড়বে ৬০০ টাকা৷ কেন্দ্রীয় সরকার এই ডোজ পাবে ১৫০ টাকায়৷ রাজ্য সরকার কিনতে চাইলে ডোজ প্রতি খরচ পড়বে ৪০০ টাকা৷ এবার কোভ্যাকসিন সরকারি হাসপাতালে মিলবে ৬০০টাকায়৷ বেসরকারি হাসপাতালে তা ১২০০টাকা৷ বিদেশে ১৫ থেকে ২০ ডলারে তা বিক্রি করা হবে বলে জানিয়েছে ভারত বায়োটেক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *