নয়াদিল্লি: কাঠুয়া গণধর্ষণ মামলায় তিন জন দোষীকে যাবজ্জীবনের ও বাকি তিন জনকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শোনাল পাঠানকোটের বিশেষ আদালত৷ আজ, বিকালে আদালতের তরফে পরবেশ কুমার, সনঝি রাম ও দীপ খাজুরিয়াকে যাবজ্জীবনের রায় ঘোষণা করা হয় আদালতের তরফে৷ ঘটনায় অন্য তিন জন দোষী আনন্দ দত্ত, তিলক রাজ ও সুরেন্দ্র কুমারকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷
গত ৩ জুন মামলার শুনানি শেষ হয়৷ সেদিনই পাঠানকোটের জেলা দায়রা আদালতের বিচারপতি তেজেন্দ্র সিং জানান, আজ অর্থাৎ ১০ জুন হবে রায়দান৷ মামলার শুনানিপর্ব শেষে পঞ্চায়েত প্রধান সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে আদালত৷
Kathua rape and murder case: Tilak Raj, Anand Dutt and Surinder Kumar have been convicted for destruction of evidence. They have been given 5 years of imprisonment each. https://t.co/Wnmc4tdZ1M
— ANI (@ANI) June 10, 2019
২০১৮-র ১০ জানুয়ারি কাঠুয়ায় আট বছরের কিশোরীকে অপহরণ করা হয়৷ বালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ ওঠে৷ চারদিন ধরে টানা ধর্ষণের পর মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালিকা৷ ১৭ জানুয়ারি উদ্ধার হয় কিশোরীর ক্ষতবিক্ষত মৃতদেহ৷ নৃশংসতায় গর্জে ওঠে গোটা দেশ৷ ইতিমধ্যেই বিশাল জঙ্গোত্র ও তাঁর খুড়তুতো ভাই, অভিযুক্তের বাবা সঞ্জি রাম ও পুলিশ অফিসার দীপক খাজুরিয়া ওরফে দীপুক মূল অভিযুক্ত করে চার্জশিট পেশ করে পুলিশ৷ ঘটনায় জড়িত ছিলেন স্থানীয় বিজেপি নেতার ছেলেও৷ পরে তদন্ত শেষে ১৫ পাতার চার্জশিটে অভিযুক্তদের নাম উল্লেখ করেছে সিবিআই৷