রতলাম: বর কোভিড পজিটিভ৷ তবে তার জন্য বিয়ে পিছিয়ে না দিয়ে পিপিই কিট পরে বিয়ে সারলেন বর-কনে৷ একেবারে অন্য সাজে বিয়ে করে চমক দিলেন তাঁরা৷ এমনটা ঘটেছে মধ্যপ্রদেশের রতলামে৷ সম্প্রতি এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
করোনা নামক অতিমারিতে প্রশাসনের তরফে সমস্তরকম উৎসব, অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যে কোনও রকম জমায়েত এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। অনুষ্ঠান বাড়িতেও অতিথি সংখ্যা কতটা হবে, তা বেঁধে দেওযা হয়েছে। তবে যে বিয়ে বাড়িতে বর নিজেই করোনায় আক্রান্ত সেখানে যে অন্য সমস্ত বিয়ের তুলনায় তা আলাদা হবে সে তো বলা বাহুল্য। মধ্যপ্রদেশের রতলামে পিপিই কিট পরেই বিয়ে সারলেন বর-কনে। শুধু তাই নয়, বিয়ের পুরোহিত থেকে শুরু করে নিমন্ত্রিতরা সকলেই পরেছিলেন পিপিই কিট। সম্প্রতি এই বিয়ে বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বর-কনে দু’জনেই পিপিই কিট পরে সাত পাক ঘুরছেন । পুরোহিতও কিট পরে মন্ত্র পড়ছেন। পাশাপাশি, বাড়ির সকলেই পিপিই কিট পরে রয়েছেন।
সংবাদসংস্থা এএনআই-কে রতলামের তেহসিলদার নবীন গর্গ বলেন, ‘গত ১৯ এপ্রিল পাত্রের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ ফলে বিয়ের অনুষ্ঠান বন্ধ করার কথাই হচ্ছিল । তবে বিয়ে বাতিল করেননি কনে বা পাত্রপক্ষ কেউই ৷ সকলের সহযোগিতা ও অনুরোধে বিয়েটা সম্পন্ন হয়। পিপিই কিট পরে থাকায় সংক্রমণের ভয়ও ছিল না।’ তবে প্রশ্ন উঠেছে, কোভিড আবহে বিয়ের অনুষ্ঠান আয়োজনের খুব কি প্রয়োজন ছিল ? আর আয়োজন করলেও সেখানে লোকসমাগম যতটা সম্ভব কম করাই উচিত৷ বিভিন্ন রাজ্যেই বিয়েবাড়ির মতো অনুষ্ঠান বাড়িগুলিতে আমন্ত্রিতের সংখ্যা ৫০ জন বেঁধে দেওয়া হয়েছে ৷ তবে অনেক জায়গাতেই সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে লোকসমাগম, এমনটাই অভিযোগ৷
#WATCH | Madhya Pradesh: A couple in Ratlam tied the knot wearing PPE kits as the groom is #COVID19 positive, yesterday. pic.twitter.com/mXlUK2baUh
— ANI (@ANI) April 26, 2021