রাজধানীতে বড়সড় নাশকতার ছক‍! জঙ্গি দম্পতির পর্দাফাঁস পুলিশের

রাজধানীতে বড়সড় নাশকতার ছক‍! জঙ্গি দম্পতির পর্দাফাঁস পুলিশের

নয়াদিল্লি: দিল্লিতে নাশকতা চালানোর ছক কষছিল তারা। এই সন্দেহে রবিবার রাজধানী থেকে এক দম্পতিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাস সেল৷ আইএসআইএস-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে এই দম্পতির যোগ রয়েছে বলে অভিযোগ৷ দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনেও উস্কানিমূলক ভূমিকা ছিল এই দম্পতির৷ রবিবার ওখলার জামিয়ানগর থেকে গ্রেফতার করা হয় জাহানজেব সামি ও তাঁর স্ত্রী হিনা বশির বেগকে৷ এই দম্পতি নিয়মিত ভাবে আইএসআইএস-এর ‘সোয়াত আল-হিন্দ’ ম্যাগাজিনে লেখালেখি করত বলে সোমবার জানায় দিল্লি পুলিশ৷

গতকাল দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খোরসানা প্রদেশে আইএস-এর একাধিক শীর্ষ নেতার সঙ্গে এই দম্পতির যোগাযোগ ছিল৷ তাদের মদতেই বাইরে থেকে মুসলিম যুবকদের ভারতে এনে রাজধানীর বুকে জঙ্গি হানার ছক কষছিল জাহানজেব ও হিনা৷ আফগানিস্থানের একাধিক আইএস নেতার সঙ্গেও তাদের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা৷

জেরার মুখে সামি জানায়, ২০১৮ সালে সে হুজেইফা নামে এক আইএস জঙ্গির সংস্পর্শে আসে৷ সামি আরও জানায়, হিনা বেঙ্গালুরুতে থাকত এবং সে থাকত পুণায়৷ সেই সময় ফেসবুকের মাধ্যমে নিয়মিত যোগযোগ রাখত তারা৷ তল্লাশি চালিয়ে ওই দম্পতির বাড়ি থেকে কিছু লেখাও উদ্ধার করে পুলিশ৷ যেখানে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)-কে কালো আইন বলে উল্লেখ করা হয়েছে৷ সিএএ বিরোধা আন্দোলন জঙ্গি মদত রয়েছে বলে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছিল৷ রবিবার এই দম্পত্তির গ্রেফতার সেই প্রশ্নকেই আরও উস্কে দিল৷

এই দম্পতি তদন্তকারী অফিসারদের আরও জানায়, গত অগাস্ট মাসে উপত্যকায় ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ হওয়ার পরই কাশ্মীর থেকে দিল্লিতে আসে তারা৷ সামি এবং হিনা দু’দনের শিক্ষিত৷ হিনা একজন ওয়েব ডিজাইনার এবং সামি একজন এমবিএ৷ দীর্ঘদিন ধরেই গোপনে মৌলবাদী যুবকদের দেশদ্রোহী কাজে মদত যুগিয়ে আসছিস তারা৷

তবে এই অভিযোগ মানতে নারাজ তাদের পরিবার৷ তাদের দাবি, সামি এবং হিনা দু’জনের নিরপরাধী৷ তাদের মিথ্যে ফাঁসানো হয়েছে৷ সামির মা বলেন, কাশ্মীরে ইন্টারনেট পরিশেবা বন্ধ হওয়ায় কোনও সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতে পারছিল না সামি৷ কাজের সূত্রেই তাই দিল্লিতে চলে আসে তার ছেলে৷ একটি আইটি কোম্পানির প্রোজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করত সে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =