দেশ পেল নতুন সংসদ ভবন, উদ্বোধনের আগে যজ্ঞ-হোমসকাল সোয়া সাতটা থেকে শুরু হবে অনুষ্ঠান। নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের আসনের কাছে বসবে সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’।গণতন্ত্রের পীঠস্থান ভারতে আজ নতুন সংসদ ভবনের উদ্বোধনগণতন্ত্রের পীঠস্থান ভারতে আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়।নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন। নতুন ভবনে থাকছে ঐতিহাসিক সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’।নতুন ভবনেই হবে পরবর্তী বাদল অধিবেশন। নতুন ভবনে থাকছে ঐতিহাসিক সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’। তামিল পণ্ডিতরা এই সেঙ্গল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। লোকসভার স্পিকারের আসনের কাছে এই রাজদণ্ড বসাবেন মোদি।প্রার্থনায় অংশ নেবেন প্রধানমন্ত্রীলোকসভার স্পিকার ওম বিড়লা-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। পুজো, সেঙ্গল প্রতিস্থাপন ও প্রার্থনার পর দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে।জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে এই পর্বের অনুষ্ঠানজাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে এই পর্বের অনুষ্ঠান।এরপর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দুটি ফিল্ম দেখানো হবে। অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েন ও স্ট্যাম্প প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন মোদি। দুপুর ২টো-আড়াইটে নাগাদ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।